October 29, 2024

মাক্স বিহীন মাটরবাইক ও গাড়ি চালকদের আটক করে, উচিত শিক্ষা দিলো কুশমন্ডি থানার পুলিশ।

1 min read

মাক্স বিহীন মাটরবাইক ও গাড়ি চালকদের আটক করে, উচিত শিক্ষা দিলো কুশমন্ডি থানার পুলিশ।

লোকনাথ সরকার, কুশমন্ডি ১০ -ই আগষ্ট মাক্স বিহীন মটরবাইক ও সকল প্রকার গাড়িকে অভভিযান চালিয়ে ধরপাকড় চালান, বড়বাবু উত্তম কুমার ঘোষ এর নেতৃত্বে কুশমন্ডি থানার পুলিশ। গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে, যদি মুখে মাক্স না থাকে।

সেই সব মটরবাইক ও গাড়িকে আটক করে চালকদের উচিত শিক্ষা দেন।করোনা কালে, করোনা বিধি না মেনেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পরছেন মানুষ জন। করোনাকে অবহেলা করেই মাক্স ছাড়াই ঘুরা ফিরা করছেন, হাট বাজার করছে সাধারণ মানুষ।

করোনা থেকে পৃথিবী এখনো সুস্থ হয়ে উঠেনি। ঠিক এমন সময়েই ঘনিয়ে উঠছে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা।তৃতীয় ঢেউকেই আটকাতে এদিন, এই অভিযান বলে জানান কুশমন্ডি থানার বড়বাবু উত্তম কুমার ঘোষ।

এদিন কুশমন্ডি থানার সামনে এই অভিযান চালিয়ে প্রায় ৩০-৩৫ খানা মুখে মাক্স ছাড়া চালকের মটরবাইক আটক করেন, কুশমন্ডি থানার পুলিশ।বড়বাবু উত্তম কুমার ঘোষ, থানার পক্ষ থেকে সকল পথচারীকে অনুরোধ জানান। যাতে মাক্স পড়ে চলাফেরা করেন। তিনি হাত জোর করে বলেন। নিজে সচেতন হন, এবং অন্যকে সচেতন করুন। আর এক করোনা মুক্ত সুস্থ পৃথিবী ফিরিয়ে আনতে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *