October 29, 2024

রাধিকাপুর দিয়ে ভারত-বাংলাদেশ বহিবাণিজ্য চালু করার দাবি জানালো চেম্বার অফ কমার্স-

1 min read

রাধিকাপুর দিয়ে ভারত-বাংলাদেশ বহিবাণিজ্য চালু করার দাবি জানালো চেম্বার অফ কমার্স-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ,৯ আগস্ট:ব্যবসায়ীদের বাংলাদেশে যেতে সময় ও অর্থের সাশ্রয় হবে এই কারনে অবিলম্বে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর দিয়ে ভারত-বাংলাদেশ স্থলপথ বহিবাণিজ্য শুরু করা যায় সে ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানালো উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু। সোমবার উত্তর দিনাজপুর জেলার চেম্বার্স অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু রক সাক্ষাৎকারে জানান উত্তর দিনাজপুর জেলায় জাতীয় সড়ক রাধিকাপুর সীমান্ত থেকে অনেক কাছে।ফলে উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ীদের রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে যেতে অনেক সময় কম লাগবে ,তেমনি অপর দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা রাধিকাপুর সীমান্ত থেকে অনেক কাছে। সময়ের সাথে সাথে প্রচুর অর্থের সাশ্রয় হবে যদি রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত -বাংলাদেশ স্থলপথ বহি বাণিজ্য চালু করা যায়।উত্তর দিনাজপুর জেলা চেম্বার্স অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন যখন কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর এলাকায় ছিলনা রাধিকাপুরের টাঙ্গন নদীর উপর সেতু,ছিলনা

কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর পর্যন্ত বিশাল চওড়া পাকা রাস্তা।অথচ সেই সময় থেকেই কালিয়াগঞ্জের প্রয়াত ভূমিপুত্র তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী চেষ্টা করেছিলেন রাধিকাপুর দিয়ে যাতে ভারত-বাংলাদেশের মধ্যে স্থ্যপথ বহিবাণিজ্য কেন্দ্র স্থাপন করা যায়।উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন তারা ইতিমধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর বর্ডারে চেম্বার অফ কমার্সের একটি প্রতিনিধি দল সমস্ত এলাকা পরিদর্শন করে এসেছেন। শঙ্কর বাবু বলেন রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যে কোন সময় স্থলপথ বহিবাণিজ্য শুরু করা সম্ভব।কারন এটা চালু করতে গিয়ে যে সমস্ত প্রাথমিক পরিকাঠামো প্রয়োজন তার সব কিছুই এক রকম প্রস্তুত।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা সোমবার রক সাক্ষাৎকারে বলেন দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত অথবা মালদহের মহদীপুর সীমান্ত দিয়ে রেলপথের মাধ্যমে কোন বহি বাণিজ্য হয়না।

কিন্তূ কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্ত দিয়ে এখনো স্থলপথে বহিবাণিজ্য চালু না হলেও রেলপথে পণ্য আমদানি রপ্তানির কাজ কয়েক বছর ধরে চলে আসছে বলে সুনীল বাবু জানান। সুনীলবাবু বলেন যদি উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে স্থলপথ বহি বানিজ্য চালু হয় তাহলে দক্ষিণ দিনাজপুর ও মালদার মহাদীপুর সীমান্তের অধিকাংশ ব্যবসায়ীরা রাধিকাপুর সীমান্ত দিয়ে তাদের ব্যবসা চালু রাখবে অন্য সীমান্ত বাদ দিয়ে বলে তিনি জানান।উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু জানান রায়গঞ্জের প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ দেবশ্রী চৌধরিকে তারা তাদের দাবির কথা জানিয়ে একটি লিখিত দাবি জানিয়েছেন বলে শঙ্কর বাবু জানান।

তিনি বলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র দপ্তরের সাথে কথা বলেছেন।খুব সম্ভব পূজার পরে রাধিকাপুর সীমান্তে কেন্দ্রীয় একটি টিম এসে সেখানকার পরিকাঠামোগত অবস্থান পরিদর্শন করবে বলে জানা যায়। কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মুকুল চক্রবর্তী বলেন রাধিকাপুর সীমান্তে যদি ভারত-বাংলাদেশের মধ্যে দিয়ে স্থলপথ বহি বাণিজ্য চালু হয় তাহলে এই এলাকার আর্থ সামাজিক ব্যপক পরিবর্তন ঘটতে পারে।বেকার সমস্যার সমাধান ব্যাপক ভাবে ঘটতে পারে বলে মুকুল বাবু মনে করেন। তিনি বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর স্পেশাল রেল প্রকল্পের কাজ পুনরায় চালু হলে ও র্তার সাথে স্থলপথে বহিবাণিজ্য।যদি শুরু।করা যায় তাহলে কালিয়াগঞ্জ সার্বিকভাবে একটা উন্নত জায়গায় যেতে।পারবে বলে তার মনে হয়েছে।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন তিনি এ ব্যাপারে আলোচনা করেছেন দিল্লিতে গিয়ে।তবে রাধিকাপুর সীমান্ত দিয়ে যে ।স্থলপথে বহিবাণিজ্য চালু হবে তা নিশ্চিত ভাবেই বলা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *