গণতন্ত্রের বড় ভোট উৎসব কে সাফল্যমন্ডিত করতে পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা।
1 min readগণতন্ত্রের বড় ভোট উৎসব কে সাফল্যমন্ডিত করতে পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানালেন জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা।
তনময় চক্রবর্তী গণতন্ত্রের বড় ভোট উৎসব কে সাফল্যমন্ডিত করতে পুরুষ ও মহিলা সরকারি কর্মচারীদের এগিয়ে আসার আহ্বান জানালেন জেলা নির্বাচন আধিকারিক অরবিন্দ কুমার মিনা। গণতান্ত্রিক রাষ্ট্রে বিধানসভার নির্বাচন একটি বড় উৎসব। যে উৎসব অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলায় আগামী ২২ এপ্রিল। কোভিড পরিস্থিতিকে সামনে রেখে এবারের বিধানসভা নির্বাচনে প্রচুর সংখ্যক কর্মী প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই সকল স্তরের সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানিয়ে উত্তর দিনাজপুর জেলার জেলার নির্বাচনী আধিকারিক অরবিন্দ কুমার মিনা বলেন আসুন আমরা সকলে মিলে গণতন্ত্রের এই ভোট উৎসব এ সামিল হয়ে এই উৎসব কে সাফল্যমন্ডিত করে তুলি ।
তিনি বলেন প্রতিবার যে সংখ্যক ভোট কর্মী দরকার পড়ে এবার তার থেকে অনেক গুন বেশী প্রয়োজন ভোট কর্মী। তাই এবার পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলা সরকারি কর্মচারীদের ও প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে হবে । জেলা নির্বাচনী আধিকারিক বলেন কোনো সংশয় না রেখে আপনারা এগিয়ে আসুন এই মহৎ কাজ কে সাফল্যমন্ডিত করে তূলি সকলে মিলে। তিনি বলেন ভারতের নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী ইতিমধ্যে সরকারি পুরুষ ও মহিলা কর্মীদের প্রশিক্ষণের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
এরপরেও যদি কোন কর্মীর মনে সংশয় থাকে বা অনিচ্ছা প্রকাশ করে এই ভোটের কাজে অংশগ্রহণ করতে। সে ক্ষেত্রে জেলার নির্বাচনী দপ্তর সেসব কর্মীদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। তিনি বলেন বিগত নির্বাচনগুলোতে কোন মহিলা কর্মীদের দরকার না পারায় পুরুষ কর্মীদের দিয়েই সে কাজ হয়ে যেত। কিন্তু এবার পরিস্থিতি একটু অন্যরকম করোনা মহামারীর জন্য।তাই এই কর্মী সংকটকে দূর করতে মহিলা কর্মীদের ভোটের কাজে অংশগ্রহণ করতে হবে। তিনি পুনরায় সকলের কাছে আবেদন করেন আসুন সবাই মিলে এই ভোট উৎসবে শামিল হয়ে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব কে সাফল্যমন্ডিত তুলি ।