ইটাহার থানার ওসি অভিজিত দত্তের তৎপরতায় সরষের জমিতে একাধিক হাত বোমা সহ সকেট বোম উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য
1 min read
ইটাহার থানার ওসি অভিজিত দত্তের তৎপরতায় সরষের জমিতে একাধিক হাত বোমা সহ সকেট বোম উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য
শশাঙ্ক সরকার ইটাহার ইটাহার থানার ওসি অভিজিত দত্তের তৎপরতায় সরষের জমিতে একাধিক হাত বোমা সহ সকেট বোম উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহারে। এদিন ইটাহার থানার টপ ইট ভাটা সংলগ্ন এলাকায় জাতীয় সরক থেকে দুইশো মিটার দুরে সরষে জমিতে কয়েকটি ব্যাগের মধ্যে একাধিক বোমা উদ্ধার করে ইটাহার থানার পুলিশ, খবর পেয়ে সহ জেলা RT লেপচা, সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় ঘটনা স্হলে,
পুলিশ প্রশাসনের তরফে খবর দেওয়া হয় cid সহ বোম ডিসপোজাল কে , অবশেষে মালদহ থেকে আসে বোম ইসকয়াট এর আমিরা, ছুটে আসে রায়গঞ্জ দম কলের ইঞ্জিন,রাখা হয় এম্বুলেন্স অবশেষে সেই এলাকায় ফাঁকা মাঠে বোমা গুলো নষ্ট করেন পুলিশ প্রশাসনের তরফে, পুলিশ সুত্রে জানা গিয়েছে ৩৬টা সকেট বোম সহ হাত বোমা কোন সামাজিক কাজের জন্য দুস স্কৃতিরা রাতের অন্ধকারে বোমা গুলো এনে রেখে যায়,