কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল অমলেন্দু বন্দোপাধ্যায় স্মৃতি ব্যক্তিতা ও পুস্তক প্রকাশ অনুষ্ঠান
1 min read
কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হল অমলেন্দু বন্দোপাধ্যায় স্মৃতি ব্যক্তিতা ও পুস্তক প্রকাশ অনুষ্ঠান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৭ জানুয়ারি:রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ হুনুমানভবনে অনুষ্ঠিত হল অমলেন্দু বন্দ্যোপাধ্যায় স্মৃতি স্মারক বক্তৃতা ও পুস্তক প্রকাশের অনুষ্ঠান।”নহন্যতে হন্যমানে শরীরে”বিষয়ের উপর বক্তৃতা দেন
কালিয়াগঞ্জ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যপিকা বঙ্গরত্ন ডঃ মমতা কুন্ডু।অনুষ্ঠানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ সৌরেন বন্দ্যোপাধ্যায় সম্পাদিত মাইকেল মধুসূদনের প্ৰতি এবং অলঙ্কার চর্চা এই গ্রন্থ দুটির প্রকাশ করেন অনুষ্ঠানের
প্রধান অতিথি বঙ্গরত্ন কবি বিশ্বনাথ লাহা।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও পুস্তক সমালোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক রজত কিশোর দে এবং অধ্যাপিকা সুস্মিতা সোম (গৌরবঙ্গ)বিশ্ববিদ্যালয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডঃ সৌরেন বন্দ্যোপাধ্যায়। ব্যাপক মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।