October 28, 2024

‘তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে। আগামী দিনে তৃণমূল দলটাই থাকবেনা’। দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর চৌধুরীর

1 min read

‘তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে। আগামী দিনে তৃণমূল দলটাই থাকবেনা’। দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর চৌধুরীর

দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ  ‘তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে। আগামী দিনে তৃণমূল দলটাই থাকবেনা’। দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর চৌধুরীর। মঙ্গলবার বাঁকুড়া শহরে দলের পক্ষ থেকে আইন শৃঙ্খলা অবনতি, কৃষি আইন, বেকারের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবিতে এক মহামিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে

তিনি আরো বলেন, যেভাবে ঐ দলের একের পর এক নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ দল ছেড়ে পালাচ্ছে তাতে স্পষ্ট তৃণমূলের নিয়ন্ত্রণ আর ‘দিদি’র হাতে নেই। এই মুহূর্তে বাংলায় বিজেপিকে একমাত্র ঠেকাতে পারে জাতীয় কংগ্রেস। তাই তৃণমূল ও বিজেপি বিরোধী মানুষকে তাদের দলের ছত্রছায়ায় আসার আবেদন জানান তিনি।রাজ্য ও কেন্দ্র কোন সরকারই কৃষকদের নিয়ে ভাবিত নয়। তৃণমূল-বিজেপি দুই রাজনৈতিক দলই এরাজ্যের কৃষকদের নিয়ে ‘জুয়া খেলছে’ দাবী করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ওরা কৃষকদের নিয়ে ভাবলে দিল্লীর রাজপথে অন্ধোলনের যেমন আন্দোলনের দরকার পড়তোনা, তেমনি এরাজ্যে কৃষকদের দূরবস্থার মধ্যে পড়তে হতোনা।এদিন কংগ্রেসের এই মহা মিছিল বাঁকুড়া শহরের হিন্দু স্কুল থেকে শুরু হয়ে মাচানতলা ট্যাক্সি স্ট্যাণ্ডে শেষ হয়। অসংখ্য সাধারণ কর্মীর সঙ্গে মিছিলে পথ হাঁটেন অধীর চৌধুরী নিজেও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *