October 29, 2024

দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথমবার ভ্যাকসিনকে ছাড়পত্র ভারতের, শুভেচ্ছা হু-র

1 min read

দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথমবার ভ্যাকসিনকে ছাড়পত্র ভারতের, শুভেচ্ছা হু-র

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। কোভিশিল্ডের পর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকে নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল সিং জানান জরুরি অবস্থার জন্য ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারত সঠিক পদক্ষেপ নিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে।এক ট্যুইট বার্তায় হু-র রিজিওনাল অধিকর্তা জানান, দক্ষিণ পূর্ব এশিয়া জোনে ভারত প্রথম দেশ, যাঁরা ভ্যাকসিনকে ছাড়পত্র দিল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও শক্তিশালী হল ভারত। নয়াদিল্লির এই সিদ্ধান্ত যথেষ্ট সময়োপযোগী।এদিন ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার পর বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

তিনি বলেন ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার যে ঘোষণা করা হয়েছে, তা দেশকে আরও ক্ষমতা যোগাবে, শক্তি দেবে। করোনা মুক্ত দেশ হিসেবে খুব তাড়াতাড়ি ভারত আত্মপ্রকাশ করবে বলে আশাপ্রকাশ করেন মোদী। এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন গবেষক, বিজ্ঞানী ও চিকিত্‍সা পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আজকের দিন অত্যন্ত সাফল্যের। তাঁদের জন্যই এই সাফল্য পেয়েছে গোটা দেশ। তাঁদের প্রত্যেককে অভিনন্দন।রবিবার কোভ্যাক্সিন ও কোভিশিল্ডে সম্মতি দিল ডিজিসিআই। ক্লিনিক্যাল ট্রায়ালে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুই ভ্যাকসিনের নিয়ন্ত্রিত ব্যবহারে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। শনিবার ডিসিজিআইয়ের হাতে এই দুই ভ্যাকসিনের নিয়ন্ত্রিত ব্যবহার সম্পর্কে ছাড়পত্র দেয় বিশেষজ্ঞ কমিটি।এক সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করে ডিসিজিআই। কোভ্যাক্সিন ও কোভিশিল্ড ভ্যাকসিন দুটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেশের দ্বিতীয় ভ্যাকসিন, যা অনুমোদন পেল। এর আগে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডকে অনুমোদন দেওয়া হয়।ডিসিজিআই জানিয়েছে কোভিশিল্ড ৭০ শতাংশেরও বেশি নিরাপদ। দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যাবে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে মাস ভ্যাকসিনেশনের জন্য এই দুই ভ্যাকসিনকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *