October 29, 2024

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বাঁকুড়া বাসি

1 min read

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বাঁকুড়া বাসি

দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বাঁকুড়া বাসি ।গতকাল বাঁকুড়ার ফুসফুস শুশুনিয়া আগুন লাগার ঘটনা ঘটে তারপর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই গঙ্গাজলঘাটির কেন্দুয়াডিহি গ্রামের পাঁচটি ধানের গোলা এতে আগুন লেগে যায় তার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই মেজিয়া সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তার কিছুক্ষণ পরেই ভর দুপুরে বা‍ঁকুড়া জেলার বড়জোড়ার চাঁদাই গ্রামের “বাগান পাড়ায় ” ফের ধানের পালইতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

আজ দুপুর নাদাগ বাগানপাড়া বাসিন্দা ফজরুল হক মল্লিকের বাড়ির পাশেই দুটি খড়ের পালুই ও ২৫ বিঘা জমির ধানের গোলায় আগুন লেগে যায় । প্রথমে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে , কিন্তু আগুনের লেলিহান শিখা খুবই দ্রুত ছড়িয়ে পড়ে , পরে দমকল বাহিনী কে খবর দেওয়া হলে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।এরপর দমকল বাহিনীর বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে । তবে কিভাবে আগুন লাগলো কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনো জানা যায়নি । একেতে করুণাময় পরিস্থিতির জন্য ফজরুল হক মল্লিক বাবু আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার ওপর এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তার চাষের সমস্ত ধানি পুড়ে ছাই হয়ে গেছে পরবর্তীতে কিভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন তা নিয়ে চিন্তিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *