October 29, 2024

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ

1 min read

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সৌরভ

নতুন বছরের দ্বিতীয় দিনের বজ্রপাত। আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হতে হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। শনিবার সকালে বাড়িতেই জিম করছিলেন তিনি। পরিচিত মহলে জানা গিয়েছে, সেই সময় বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান। সঙ্গেসঙ্গেই তাঁকে বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়।ঠিক কোন কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় ব্ল্যাক আউট হয়ে যান, তা বিস্তারিত খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিত্‍সকরা। জানা গিয়েছে, গতকাল রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন মহারাজ।

তার পর এদিনের ব্ল্যাক আউট পর্ব।বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল। ইমারজেন্সি থেকে তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়েই দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করে সমস্ত রকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কিংবদন্তির আরোগ্য কামনা করেছেন। মমতার টুইটের বয়ান, ”সৌরভ ঘনিষ্ট বোরিয়া মজুমদার পরে টুইট করে জানান, ‘জিম করার সময় অসুস্থতা বোধ করায় হাসপাতালে কিছু টেস্ট করতে যান সৌরভ। সেই পরীক্ষা নিরীক্ষাতেই ধরা পড়ে সৌরভের হৃদপিণ্ডে গোলযোগ রয়েছে। আপাতত হাসপাতালের পক্ষ থেকে তিন চিকিত্‍সককে নিয়ে একটি বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মন্ডল অস্ত্রোপচার করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *