October 29, 2024

দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে উত্তর দিনাজপুরের চোপড়ায় কৃষক সমাবেশে হাজির সমাজসেবী মেধা পাটকর

1 min read

দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে উত্তর দিনাজপুরের চোপড়ায় কৃষক সমাবেশে হাজির সমাজসেবী মেধা পাটকর

দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে উত্তর দিনাজপুরের চোপড়ায় কৃষক সমাবেশে হাজির হয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমন করেন নর্মদা আন্দোলনের নেত্রী সমাজসেবী মেধা পাটকর। আদানী আম্বানিকে বয়কটের পাশাপাশি পরিবহন ক্ষেত্রে যুক্ত ভাইদের রিয়ালেন্সের পেট্রোল পাম্প এড়িয়ে চলার আহ্বান জানান মেধা পাটকর। এছাড়াও জিওকেও বয়কট করার ডাক দিয়েছেন মেধা পাটকর। স্মার্ট সিটির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মেধা পাটকর যে মধ্যপ্রদেশের মতো এরাজ্যে স্মার্ট সিটি করতে দেয়নি রাজ্য সরকার। মধ্যপ্রদেশে যেভাবে কোনও ক্ষতিপূরণ না দিয়ে গরিবদের একমাত্র সহায় আশ্রয় সেটাও ভেঙে দিয়ে স্মার্ট সিটি বানানো হয়েছে তা এরাজ্যে হয়নি।

মেধা পাটকর দাবী করে বলেন, “আমি যদি মিথ্যা বলি তো আন্দোলন ছেড়ে দেব”। পাশাপাশি বিধানচন্দ্র রায় থেকে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সবাই বলে এসেছে কিন্তু কেউই ইসলামপুরকে জেলা ঘোষনা করেনি। ছোট এলাকা মিলে জেলা হলে মানুষের অধিকার সম্পুর্ন রূপে মেলে। তাই ইসলামপুরকে অবিলম্বে জেলা ঘোষনা করা হোক বলে দাবী করেন মেধা পাটকর। এছাড়াও ষষ্ঠ বার দিল্লীতে কৃষকদের সাথে বসা হলেও সমস্যা সমাধান হয়নি তবে এদিন সপ্তমবার কেন্দ্র সরকার কৃষকদের সাথে আলোচনায় বসাকে কটাক্ষ করে বলেন আলোচনা হওয়া উচিত তবে কেন্দ্র সরকার কৃষির তিন আইনের বিষয়ে কখনই আলোচনা করছে না। ওই তিন আইনের মধ্য দিয়ে কেন্দ্র সরকার কৃষি ব্যবস্থাকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে। যারা কেন্দ্রে ক্ষমতাসীন সরকারকে ভোটের সময় টাকা খরচ করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *