October 28, 2024

‘কিশোর বলছেন ৩০ শতাংশ রিজার্ভ আছে’,তা হলে   ৭০ শতাংশ ? পাল্টা ডাক শুভেন্দুর

1 min read

‘কিশোর বলছেন ৩০ শতাংশ রিজার্ভ আছে’,তা হলে   ৭০ শতাংশ ? পাল্টা ডাক শুভেন্দুর

একেই হয়তো বলে শঠে শাঠ্যং! একুশের ভোটের ঘোষণা হতে এখনও কম করে দু’মাস বাকি। এরই মধ্যে কৌশল, পাল্টা কৌশলে বাংলার রাজনীতি যেন জমে যাচ্ছে! সম্প্রতি এক সাক্ষাত্‍কারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘ক্ষুদ্র সহযোগী’ (নিজের এই পরিচয় দিয়েছিলেন তিনি) বোঝাতে চেয়েছিলেন, কেন তৃণমূল বিজেপির থেকে এগিয়ে রয়েছে। তাঁর মতে, বিজেপির আবেদন রয়েছে ৭০ শতাংশ মানুষের কাছে। তাদের কাছেই পৌঁছচ্ছে গেরুয়া শিবির।

এদিন সেই প্রসঙ্গ টেনে শুভেন্দু টিপ্পনি কেটে বলেন, ‘আরে কে এক জন এসেছেন না বাইরে থেকে, কী কুমার, ন্যাশনাল চ্যানেলে বলছে, ৩০ হামারা রিজার্ভ হ্যায়। তো মাননীয় কুমার বলতে হবে, সেই ৩০ শতাংশ কারা?’ এর পরই শুভেন্দু গলা চড়িয়ে বলেন, তা হলে বাকি ৭০? বাকি ৭০ সব পদ্মফুলে। শুভেন্দুর এ কথা শুনে অনেকে বলছেন, তৃণমূল যেমন ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটকে পুঁজি করে ধর্মীয় মেরুকরণ করছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যে গরু দুধ দেয়- তার লাথিও খাব। তখন শুভেন্দু কৌশলে পাল্টা মেরুকরণের ডাক দিতে চাইলেন—সংখ্যাগুরু ভোটের মেরুকরণ। এ ব্যাপারে এদিন রাতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘এটায় কোনও ভুল নেই বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির বীজ পুঁতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির জন্য জমি তৈরি করে দিয়েছেন তিনিই। এ বার সেই গাছের ফল তাঁকেই খেতে হবে’। প্রসঙ্গত, এর আগেও অধীরবাবু বলেছিলেন যে, বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনাও ছিল তৃণমূলের সাজানো। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের দেখাতে চেয়েছেন, আমরাই পারি বিজেপি সভাপতির কনভয়ে হামলা করতে। শুভেন্দু এদিনই নন্দীগ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি অবশ্য বলেছিলেন, ‘আমি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী। আমাদের ব্রাহ্মণ পরিবার। রোজ সকালে স্নান করে গায়ত্রী মন্ত্র জপ করে কাজে বেরোই। তা আমাদের ঐতিহ্য। কিন্তু যখন সাংসদ বা বিধায়ক ছিলাম, মানুষকে জাতপাত, সম্প্রদায়ে ভাগ করে দেখিনি। গরিবকে গরিব হিসাবে দেখেছি। বেকারকে বেকার হিসাবেই দেখেছি। কে কোন ধর্মের তা দেখিনি’। এ কথা বলে তিনি সংখ্যালঘুদেরই ভরসা দিতে চেয়েছিলেন বলে মনে করা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, বাংলায় এবারের নির্বাচনে একটি মেরুকরণের ষোল আনা পূর্ণ হয়ে গেছে। তা হল, বিজেপি বনাম তৃণমূল। প্রশান্ত কিশোরও সাক্ষাত্‍কারে সে কথাই বলেছেন। এখন দেখার ধর্মীয় মেরুকরণ আদৌ হয় কিনা বা হলে কতটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *