October 28, 2024

সিঙ্গুরে ‘আমরা স্যারের অনুগামী’ ব্যানার,

1 min read

সিঙ্গুরে ‘আমরা স্যারের অনুগামী’ ব্যানার

এতদিন ‘আমরা দাদার অনুগামী’ লেখা শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার ঘিরে সাড়া পড়েছিল রাজ্য রাজনীতিতে। অনেক আলোচনা-বিতর্কের ইতি হয়েছে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায়। এবার সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি দেওয়া ব্যানারে লেখা হল ‘আমরা স্যারের অনুগামী’। এই ব্যানার নিয়ে চাঞ্চল্য হুগলি জেলায়। তাঁর অনুগামী থাকাটা দোষের নয়। বললেন সিঙ্গুরের বিধায়ক। সিঙ্গুরের আনন্দনগর গ্ৰাম পঞ্চায়েতের সামনে, আনন্দনগর পার্টি অফিসে এবং রাস্তার ধারে একাধিক ব‍্যানার লাগিয়েছেন রবীন্দ্রনাথবাবুর অনুগামীরা। আনন্দনগর আঞ্চলিক তৃণমুল কংগ্ৰেস কমিটির অফিসিয়াল পেজেও এই ব‍্যানারের ছবি পোস্ট করাকে ঘিরে জেলায় শুরু হয়েছে গুঞ্জন।

আর এর কারণ অবশ্যই গত কয়েকদিন ধরে সিঙ্গুরে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সিঙ্গুরের ব্লক সভাপতি ছিলেন রবীনবাবুর অনুগামী মহাদেব দাস। সম্প্রতি তাঁকে সরিয়ে ব্লক সভাপতি করা হয়েছে বেচারাম মান্না অনুগামীর গোবিন্দ ধাড়াকে। এর বিরুদ্ধেই সরব হন বিধায়ক। ‘দুর্নীতিগ্রস্ত’ গোবিন্দ ধাড়াকে ব্লক সভাপতি মানা সম্ভব না বলে জানিয়ে দেন বিধায়ক। প্রয়োজনে দল ছাড়ার কথাও ভাববেন বলে জানান রবীন্দ্রনাথবাবু। বিড়ম্বনা এড়াতে আসরে নামেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কের সঙ্গে কথা বলেন। তখনকার মত বিষয়টি মিটলেও গত ২৩ ডিসেম্বর গোবিন্দ ধাড়াকে ব্লক সভাপতির নিয়োগ পত্র দেওয়া হয়। তার পরেই সিঙ্গুরের বিধায়ক সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেন দলে থেকেই দলের কুচক্রীদের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। কারণ সিঙ্গুরের বিধায়ক হয়েও এখানে কোনঠাসা হয়ে পড়েন রবীন্দ্রনাথবাবু। তিনি বিধায়ক, অথচ দলের কোনও সিদ্ধান্ত তাঁকে জানিয়ে নেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি। তার ঘনিষ্ঠ অনুগামীরা বলতে থাকেন মাস্টারমশাইকে হয়ত দল ছেড়ে দিতে হবে। কারণ বেচারাম মান্না হরিপালের বিধায়ক হলেও সিঙ্গুরের নিয়ন্ত্রণও যে তাঁর হাতে তা ক্রমশ স্পষ্ট হতে থাকে। গোবিন্দ ধাড়াকে ব্লক সভাপতি করায় তা আবারও প্রমাণ হয়েছে। গোবিন্দ ধাড়া দায়িত্ব পাওয়ার পড়েই এলাকায় মিটিং শুরু করে দিয়েছেন। তাই ‘আমরা স্যারের অনুগামী’ ব্যানার দিয়ে দলের কাছে বার্তা দিতে চাইছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামীরা। রবীন্দ্রনাথ ভট্টাচার্য তাঁর অনুগামীদের লেখা ব্যানারকে সমর্থন করে বলেন, ”ভালো হবে বেচারাম যদি তাঁর এলাকায় গিয়ে দলের কাজ দেখে। আর সিঙ্গুরে যে দলের প্রার্থী হবেন তাঁর হয়ে কাজ করলেও স্বাগত জানাব।” বিধায়কের এমন মন্তব্য জল্পনা উস্কে দিয়েছে আরও। তবে স্যারের অনুগামী ব্যানার নিয়ে বিজেপি সহ সভাপতি সঞ্জয় পান্ডে বলেন, রবীনবাবু বা বেচারামের অনুগামী থাকুক। কিন্তু সিঙ্গুরের মানুষ এ বার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার আর তৃণমূলকে সমর্থন করবে না সিঙ্গুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *