October 28, 2024

২০২১ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশিত হলো 

1 min read

২০২১ সালের মাধ্যমিকের রুটিন প্রকাশিত হলো 

শনিবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন খুব শীঘ্রই প্রকাশিত হবে মাধ্যমিকের দিন সূচি। তার এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই এদিন বিকেলে প্রকাশিত হল ২০২১ সালের মাধ্যমিকের রুটিন। রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে আসন্ন বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে পয়লা জুন এবং শেষ হবে ১০ জুনএদিন মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২১ সালে ১ জুন থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ওই দিন প্রথম ভাষার পরীক্ষা হবে। এরপরের দিন ২ জুন হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা।

 

৩ জুন রয়েছে ভূগোল পরীক্ষা। ৫ জুন ইতিহাস, ৭ জুন অঙ্ক, ৮ জুন জীবন বিজ্ঞান, ৯ জুন ভৌত বিজ্ঞান এবং সবশেষে ১০ জুন রয়েছে ঐচ্ছিক বিষয় পরীক্ষা।করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে পঠন-পাঠন চললেও তেমনভাবে এগোয়নি পাঠ্যক্রম। পরিস্থিতিতে কীভাবে মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়ে চিন্তায় ছিলেন শিক্ষা মহল ও পড়ুয়ারা।এরপরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন চলতি বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। এরপরে চলতি সপ্তাহে জানানো হয় ২০২১ সালের জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে। সেই মতই এদিন আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।উল্লেখ্য, চলতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেই প্রকাশিত রুটিন অনুযায়ী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *