October 28, 2024

বিধবা ও বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বেকারের কর্মসংস্থান সহ বেশ কিছু দাবীতে পঞ্চায়েত অফিস ঘেরাও

1 min read

বিধবা ও বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বেকারের কর্মসংস্থান সহ বেশ কিছু দাবীতে পঞ্চায়েত অফিস ঘেরাও

দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ- বিধবা ও বার্ধক্যভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বেকারের কর্মসংস্থান সহ বেশ কিছু দাবীতে পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো বাকাদহ গ্রামবাসীদের নিয়ে বিজেপি কর্মীরা । বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।বাঁকাদহ গ্রাম পঞ্চায়েত থেকে মাত্র 500 মিটারের মধ্যেই রয়েছে ভাঙাচোরা কাঁচা বাড়ি বহুবার পঞ্চায়েতের দ্বারস্থ হলেও তাদের বাড়ি মেরামত করা হয়নি , এমনকি ত্রিপল চাইলেও পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত থেকে বার করে দিয়েছেন এমন বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের । এমনকি বার্ধক্য ভাতাও তারা পান না ।

যে কারনেই আজ বাকাদহ বিজেপির পক্ষ থেকে গ্রামবাসীদের নিয়ে পঞ্চায়েত ঘেরাও এবং বিক্ষোভ করেন বাঁকাদহ মন্ডল সভাপতির দাবি পঞ্চায়েত প্রধান বিধবা ভাতার জন্য বলেন 40 বছর বয়স হতে হবে ।বৃহস্পতিবার বেশ কিছু গ্রামবাসী ও কর্মী সমর্থক নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঐ পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি আগাম নোটিশ দেওয়া সত্বেও পঞ্চায়েত প্রধান এদিন অনুপস্থিত আছেন । পরে বিডিও তাদের আগামী ৫ জানুয়ারী দেখা করে সমস্যা শোনার আশ্বাস দিয়েছেন বলে তারা জানান ।গ্রামবাসী ময়না মন্ডল জানান বর্ষার সময় ঘরের ভেতরে জল জমে কাদা হয়ে যায় ত্রিপল এর জন্য পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত প্রধান বলেন ত্রিপল নেই ।আরেক গ্রামবাসী দনু মন্ডল বলেন আমার বাড়ির পেছনেই পঞ্চায়েত তবুও পঞ্চায়েতকে কোনো রকম সুযোগ-সুবিধা আমরা পাইনা আবার একটি মাত্র ঘর বউ ছেলে থাকে আর আমরা স্বামী-স্ত্রী ফাঁকা উঠোনের মধ্যে পড়ে থাকি এই কনকনে ঠাণ্ডা তেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *