October 28, 2024

রাজ্যে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট, সিদ্ধান্তে অনুমোদন কংগ্রেস হাই কম্যান্ডের

1 min read

রাজ্যে বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট, সিদ্ধান্তে অনুমোদন কংগ্রেস হাই কম্যান্ডের

বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়াই করবে কংগ্রেস। আজ এই সিদ্ধান্তে সিলমোহর দিল কংগ্রেস হাইকম্যান্ড। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ট্যুইট করে এ কথা জানিয়েছেন। সূত্রের খবর, খুব শিগগিরই আসন রফা নিয়ে দু’ পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে।আগামী বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করার বিষয়ে অনেক দিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যস্তরের বাম ও কংগ্রেস নেতারা।

একসঙ্গেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে সামিল হচ্ছিলেন তাঁরা। এ বার সেই সিদ্ধান্তে সিলমোহর দিলে কংগ্রেস হাইকম্যান্ড।২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও দুই দলের রাজ্য নেতারা জোট গঠনের চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য আনুষ্ঠানিক ভাবে জোট হয়নি। তবে বাম-কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়েছিল।বর্তমান প্রেক্ষিতে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি-কেই এ রাজ্যে মূল শক্তি হিসেবে ধরা হচ্ছে। রাজ্যে ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে বাম-কংগ্রেস। এই পরিস্থিতিতে দুই প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য জোট বাধা ছাড়া দুই তরফেই অন্য় কোনও পথ খোলা ছিল না। সেটা কংগ্রেসের কেন্দ্রীয় নেতারাও বুঝতে পেরেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *