October 28, 2024

শ্রী রানীসতী দাদি জিয়ার বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়ে গেল কালিয়াগঞ্জে

1 min read

শ্রী রানীসতী দাদি জিয়ার বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়ে গেল কালিয়াগঞ্জে

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ঝুনঝুনুর শেঠানী নামে গোটা বিশ্বে পূজা করা শ্রী রানীসতী দাদি জিয়ার বিবাহ উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। কলিয়াগঞ্জের শ্রী রানীসতী মন্দিরে দারুণ আড়ম্বরের সাথে পালিত হয়েছে।

মন্দিরের কর্ণধার সুরেশ সরফ পবন মোড়, অমিত কেদিয়া, জানান ,শ্রী রানীসতী দাদি জিয়ার বিবাহ উৎসব উপলক্ষে মঙ্গলবার মহিলারা মঙ্গল আবৃত্তির মাধ্যমে এই উৎসব তারা পালন করে।

সুনীল আগরওয়াল, পুরুষোত্তম পোদ্দার, কালু মন্ত্রী ও বিশিষ্ট সমাজসেবী বিনোদ রুন্টা জানালেন এই উৎসব কে কেন্দ্র করে বিকালে সমস্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এছাড়া রেনু বাজালা, কিরণ মোড় ,সুমিতা সরফ, সংগীতা আগরওয়াল এবং রাখি বিনোদ রুন্টা জানান আজকে সমস্ত মহিলারা অত্যন্ত সতর্কতার মধ্যে এই অনুষ্ঠানটি উদযাপন করার সময় মায়ের কাছে প্রার্থনা করে যাতে করোনা থেকে অতি দ্রুত বিশ্বকে এই বিপর্যয় এর হাত থেকে রক্ষা করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *