October 24, 2024

বাংলার বদনাম করেছেন অমিত শাহ ঘোষণা মমতার

1 min read

বাংলার বদনাম করেছেন অমিত শাহঘোষণা মমতার

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাকে দুঃস্বপ্নের নগরীর মত দেখিয়ে গিয়েছেন। বাংলা মানে খারাপ লাগছে বাংলা মানে উন্নয়ন হয়নি। কোথায় ছিলেন ১১ বছর আগে? একবার এসে দেখে গিয়েছিলেন বাংলার চেহারাটা কি ছিল। আজকে সারাবাংলা ঝকঝক করছে দেখে ঈর্ষাকাতর হয়ে বাংলার বদনাম করেছেন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে এভাবেই অমিত শাহ কে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন সত্যি কথা বলুন আমার আপত্তি নেই মিথ্যা কথা হলে প্রত্যেক কথার চ্যালেঞ্জ হবে।মুখ্যমন্ত্রী বলেন বাংলা দারিদ্র দূরীকরণে, ১০০ দিনের কাজে, হাউসিং রুরাল রোড তৈরি তে এক নম্বরে। এছাড়াও মাইনোরিটি স্কলারশিপ MSME তে,E টেন্ডারিং এ বাংলা এক নম্বরে। উত্‍কর্ষতা বৃদ্ধিতে বাংলা এক নম্বরে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান এই তথ্য রাজ্য না কেন্দ্রীয় সরকার দিয়েছে। এছাড়া আজ মুখ্যমন্ত্রী জানান ১৬৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। আগামীকাল নোটিশ জারি করা হবে।

১০ ই জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ হবে।৩১ শে জানুয়ারি হবে অফলাইন তৃতীয় টেট। এছাড়া সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর দাবি বাংলা পুরোপুরি শান্তিপূর্ণ। পাহাড় জঙ্গল শান্ত। কেউ আত্মহত্যা করলে বলছে রাজনৈতিক খুন। বাংলায় শিশু মৃত্যুর হার কমেছে ২২ শতাংশ। বাংলায় ধর্ষণের মাত্রা কমেছে। বাংলায় অপরাধের ঘটনা কমেছে। জিডিপিতে রাজ্য দুই নম্বরে। বিশ্ববিদ্যালয় সংখ্যা বেড়ে ৪২ হয়েছে। কোভিড ম্যানেজমেন্টে বাংলা সবচেয়ে ভালো কাজ করেছে।৫% কোভিড আক্রান্তের সংখ্যা কমে গিয়েছে রাজ্যে দাবি মুখ্যমন্ত্রীর। এছাড়াও তিনি জানিয়েছেন যে সমস্ত পুলিশ আধিকারিকরা ১৫ বছর ধরে কাজ করছেন তারা নিজ নিজ জেলায় কাজের জন্য আবেদন করেছিলেন এমন ৩৫০০০ পুলিশকর্মীকে নিজের জেলায় কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। প্রাইমারি স্কুল টিচার এর ক্ষেত্রে ৪ হাজার ৪৪৬ জন শিক্ষকের ট্রান্সফার অর্ডার দিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *