October 28, 2024

শুভেন্দু-অভিষেক-পিকের মুখোমুখি বৈঠক কালিয়াগঞ্জের তৃণমূলী সংগঠন কে শিক্ষা দিল কি?

1 min read

শুভেন্দু-অভিষেক-পিকের মুখোমুখি বৈঠক কালিয়াগঞ্জের তৃণমূলী সংগঠন কে শিক্ষা দিল কি?

২ ডিসেম্বর, বুধবার। জয়ন্ত বোস, কালিয়াগঞ্জ, উঃ দিনাজপুর।পারদ চড় চড় করে চড়েই যাচ্ছিল এই শীতের আবহাওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তে। আর এই আবহাওয়ায় সংবাদ মাধ্যমের কাছে ছিল দৈনন্দিন মুখরোচক আহার যা পরিবেশিত হতো ভীষন কৌতুকে। সীমাহীন এই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দোপাধ্যায় এবং পিকে। অনুগামী শব্দটি একটি ইগো শব্দ যা রাজনৈতিক মঞ্চে থাকবেই। কেউ অনুগামী অমুক দাদার তো কেউ অমুক দাদার বা দিদির হতেই পারে আর পারে বলেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় ছোট বড় নেতৃত্বরা সেদিন কংগ্রেসের মধ্যে দিদির অনুগামী ছিলেন বলেই নতুন দল গঠন করা মাত্রই দিদির পথ ধরে তারা সকলে তৃণমূলী হয়েছিলেন। এই বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু এই বিষয়ের তাৎপর্য অতি ইন্টেলেকচুয়াল তৃণমূল নেতা কল্যান বন্দ্যোপাধ্যায় এবং তার মতো নেতা কর্মীরা বুঝে উঠতে পারেন নি। রসায়ন বিজ্ঞানে জারণ ও বিজারণ বলে দুইটি শব্দ আছে যারা একে অপরের পরিপূরক। রাজনৈতিক আঙ্গিনায় এই বর্তমান পরিস্থিতিতে শুভেন্দু- অভিষেক এবং তৃণমূল কংগ্রেস যে একে অপরের পরিপূরক তা কিন্তু বিচক্ষণ রাজনৈতিক পাঠ শেখা সৌগত রায় বুঝতে পেরেছিলেন। পারেন নি তৃণমূল কংগ্রেসের বর্তমান ও আগামী দিনের সাংগঠনিক কচি ব্রেনের ফিরহাদ হাকিম, দোলা সেন, পূর্নেন্দু বোস, কল্যান বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ কে পাথেয় করে এবং উদ্যোগে অনুপ্রেরণায় একদিকে যেমন সৌগত রায় এবং অন্যদিকে পিকে ময়দানে পরেই ছিলেন সাকসেসের লক্ষ্যে, সেটা হলো শুভেন্দু অভিষেক কে মুখোমুখি বসিয়ে সব জল্পনার গোড়ায় জল ঢালতে। ২ ঘন্টার মিটিং এর নিটফল এতদিন ধরে চলা আলোচনা সমালোচনার পথ বন্ধ। শুভেন্দু অভিষেক কে তৃণমূল কংগ্রেসের পতাকার নীচে একসাথে দেখা যাবে কিন্তু সমালোচক ও নিন্দুকদের মুখের হাসিটা যে থাকবে না এটা নিশ্চিত। যাক বর্তমান তৃণমূল কংগ্রেসের রাজ্য রাজনীতির আঙ্গিনার মাটি পৌঁছে গিয়েছিল কালিয়াগঞ্জেও। তো গতকাল উত্তর কলকাতায় ২ ঘন্টার রুদ্ধদ্বার মুখোমুখি বৈঠকে যদি হাই প্রোফাইল ইগোর নিষ্পত্তি হতে পারে সেখানে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেসের তো অনেক লো প্রফাইলের ইগোর লড়াই। গতকালের হাই প্রোফাইলের মুখোমুখি বৈঠক কালিয়াগঞ্জ কে কি শিক্ষা দিল বা কালিয়াগঞ্জ কি শিক্ষা পেল এটাই এখন চায়ে পে চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আভ্যন্তরীন উদ্যোগ ও নির্দেশে, পিকের প্রচেষ্টায় এবং সৌগত, সুদীপের আন্তরিক প্রচেষ্টায় মুখোমুখি বৈঠক এবং সব জল্পনার অবসান আর এই অবসানে তৃণমূল কংগ্রেস যে অক্সিজেন পেল সেখানে কালিয়াগঞ্জের অবস্থান নিয়ে ভাবতে হবে আর সিনিয়র দের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন অনেকেই। আর তার না হলে নিজেরাই ইতিহাসের পাতায় নাম লিখাবেন কালিদাস নামাঙ্কিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *