October 28, 2024

সাম্প্রদায়িক সম্প্রীতি র অনন্য নিদর্শন কোচবিহারের রাস উৎসব।

1 min read

সাম্প্রদায়িক সম্প্রীতি র অনন্য নিদর্শন কোচবিহারের রাস উৎসব।

সাম্প্রদায়িক সম্প্রীতি র অনন্য নিদর্শন কোচবিহারের রাস উৎসব। যেখানে মুসলিম শিল্পী নির্মাণ করেন রাস চক্র। সেই রাস চক্র ঘুরিয়ে ঐতিহ্যবাহী কোচবিহারের মদনমোহন এর রাস উৎসবের সূচনা করলেন কোচবিহারের জেলাশাসক তথা দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি পবন কাদিয়ান। প্রথামত পুজোর পর ,

রাস চক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন জেলাশাসক। আগামী ১৫ দিন মদনমোহন মন্দির চত্বরে এই উৎসব চলবে। ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়াও প্রতিবছর রাস উৎসব কে কেন্দ্র করে যে মেলা আয়োজন করা হয় তা এবার হচ্ছে না। পরিবর্তে এমজেএম স্টেডিয়ামে শিল্প মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। প্রতিবছর রাস উৎসব ও রাস মেলা কে কেন্দ্র করে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় কোচবিহারে তবে এবার তা হচ্ছে না।উৎসবকে কেন্দ্র করে কোচবিহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকলকে রাস পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *