October 28, 2024

হারিয়ে যাওয়া লৌকিকতা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কালিয়াগঞ্জ শহরে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

1 min read

হারিয়ে যাওয়া লৌকিকতা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কালিয়াগঞ্জ শহরে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী

তন্ময় চক্রবর্তী করোনা পরিস্থিতির জন্য এক সময় বিয়েবাড়ি থেকে অন্নপ্রাশন–সব সামাজিক অনুষ্ঠানেই অতিথি আপ্যায়ণ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় হারিয়ে গিয়েছিল লৌকিকতার আবহ। তাতে উৎসব ভবনের মালিক, ডেকরেটর থেকে শুরু করে ক্যাটারিং ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছিল। অগ্রহায়ণ মাস বাঙালির জীবনে উৎসবের মাস। বিয়ে থেকে অন্নপ্রাশন–সবই হয়ে থাকে হেমন্ত ঋতুর এই মাসে। করোনা সতর্কতার মধ্যেই ধীরে ধীরে ফের ফিরে আসছে অনুষ্ঠান আয়োজনের পরিবেশ।

স্বস্তির শ্বাস ফেলছেন ওইসব ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজনেরা।লকডাউনের স্মৃতি পার হয়ে, করোনা সতর্কতার মধ্যেই এখন আবার মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে পরিচিত জনদের পরিণয়-বার্তা বা অন্যান্য অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র। উৎসব ভবনগুলিতেও ফের শুরু হয়েছে বুকিং। সেভাবে আর কোনও বিধিনিষেধ না থাকলেও, প্রশাসন অবশ্য বারবার মনে করিয়ে দিচ্ছে সতর্ক থাকার কথা, শারীরিক দূরত্ব বিধি মেনে চলার কথা। কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাষক কার্তিক চন্দ্র পাল বলেন, বিয়ে বা অন্নপ্রাশনের মতো অনুষ্ঠানের জন্য এখন আর আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক অনুমতি নিতে হচ্ছে না। তবে সকলের কাছেই আমাদের অনুরোধ, যেকোনও অনুষ্ঠানে করোনা সতর্কতা বিধি মেনে চলুন। অনুষ্ঠান করা যেতেই পারে।

কিন্তু মাস্ক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করা দরকার। আমরা তার উপরেই জোর দিচ্ছি। কালিয়াগঞ্জ শহরের একটি উৎসব ভবনের মালিক বলেন, এবছরের প্রথম দিকে কোনও বুকিং হয়নি। সেই সময়ে বিয়ের মতো অনুষ্ঠান হয়েছেই খুব কম। যাঁরা আয়োজন করেছেন, তাঁরা বাড়িতেই সেরে ফেলেছেন। তবে পুজোর আগে থেকে আবার বুকিং শুরু হয়েছে। আস্তে আস্তে ব্যবসা ছন্দে ফিরছে।একই কথা বলেছেন শহরে ক্যাটারিংয়ের ব্যবসা চালানো ব্যবসায়ীরা। লকডাউনের সময়ে সংসার চালাতে বাড়িতে নানা খাবার বানিয়ে হোম ডেলিভারির ব্যবসা শুরু করেছিলেন তারা। কারণ সেসময় কোনও অনুষ্ঠানের অর্ডার আসছিল না। এখন আবার অর্ডার পাচ্ছেন তিনিও। মুখে হাসি ফুটেছে তাঁর।অনুষ্ঠানে যেন অনেক মানুষের জমায়েত না হয়, তা নিয়ে অবশ্য সতর্ক আয়োজক পরিবারগুলিও। কার্ড দিতে গিয়ে আমন্ত্রিতদের সুরক্ষাবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে। তবে এখনও অনেকেই বাড়িতেই বিবাহ অনুষ্ঠান করছেন জাঁকজমকভাবে করণা সতর্কতার সাথে। সম্প্রতি দেখা গেল কালিয়াগঞ্জ এর একটি রাজনৈতিক দলের কার্যকর্তা বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে হাজির হতে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী কে। করোনা আবহের মধ্যেই চলছে গ্রাম ও শহরে বিয়ে বাড়ি অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান। শহরের এক বাসিন্দা বাসিন্দা রতন সাহা বলেন, আমার ভাইঝির বিয়ে এই মাসের শেষে। আইবুড়ো ভাত, বিয়ের অনুষ্ঠান পৃথকভাবে করা হচ্ছে বড় জমায়েত এড়াতে। করোনা সতর্কতা মেনে অনুষ্ঠানে হাজির থাকার কথা আমন্ত্রিতদের হাসিমুখে স্মরণ করিয়ে দিচ্ছি। দীর্ঘদিন লকডাউনে অনুষ্ঠান বাড়িতে যাওয়া বন্ধ থাকায় মন খারাপ ছিল শিশুদেরও। কালিয়াগঞ্জ এর শেঠ কলোনির বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রী তনয়া পাল বলেন, অনেকদিন সেজেগুজে বিয়েবাড়ি গিয়ে খাওয়াদাওয়া হয়নি। এখন দু’টো বিয়ের কার্ড বাড়িতে এসেছে। আবার বিয়েবাড়িতে যেতে পারব ভেবে খুব আনন্দ হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *