October 26, 2024

এইচআরবিসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু

1 min read

এইচআরবিসি-র চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু

দল ছাড়ার সম্ভাবনা ফের বাড়ালেন ‘‌বিক্ষুব্ধ’ পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ‌হুগলি রিভার ব্রিজ কমিশনের (‌এইচআরবিসি)‌ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সেই দায়িত্ব পেলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। ইতিমধ্যেই বিভিন্ন জনসভায় ‘‌বিরূপ’ মন্ত‌ব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন। সমস্যা মেটাতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেছেন। কিন্তু রফাসূত্র মেলেনি। এরই মধ্যে ‘‌গুরুত্বপূর্ণ’ পদ ছেড়ে কী বার্তা দিতে চাইলেন শুভেন্দু?‌ জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। কেন ইস্তফা দিলেন তিনি, সে বিষয়ে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি অবশ্য। ‌বুধবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন ‘‌শুভেন্দু-ঘনিষ্ঠ’‌ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান।

 এছাড়াও পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো ও তাঁর ছেলে তথা বলরামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য সুদীপ মাহাতোর নিরাপত্তারক্ষী তুলে নেয় রাজ্য সরকার। সম্প্রতি বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, শুভেন্দু অধিকারীর জন্যও দরজা খোলা। এদিনের পর শুভেন্দুর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ওঠা প্রশ্ন আরও জোরালো হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা এইচআরবিসি’র (HRBC) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অধিকারী। নতুন চেয়ারম্যান হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পরিবহণ দপ্তরের সচিব একটি বিজ্ঞপ্তি জারি করেন। ওই বিজ্ঞপ্তিতে এইচআরবিসি’র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) এইচআরবিসি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত তিনিই পরিবহণ দপ্তরের অধীনে এই গুরুত্বপূর্ণ পদ সামলাবেন। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) -সহ দপ্তরের অন্য আধিকারিকদের নতুন নির্দেশের কপি পাঠানো হয়েছে। এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ২০১৯ সালের আগে পর্যন্ত এই পদে ছিলাম। শুভেন্দু পদত্যাগ করেছেন। মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দেবেন, আমি তা পালন করব। আমি খুশি।’ তবে এইচআরবিসি’র দায়িত্ব ছেড়ে দেওয়া অথবা নতুন চেয়ারম্যান ঘোষণা প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।উল্লেখ্য, দিনকয়েক ধরে বাংলার রাজনীতিতে ক্রমশই জোরাল হচ্ছে শুভেন্দু অধিকারীর দলত্যাগের জল্পনা। এর আগে গত সোমবার পরিবহণ মন্ত্রীর সঙ্গে ঘণ্টাখানেক বৈঠকও করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পরেরদিন অর্থাত্‍ মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শুভেন্দুর দলত্যাগের জল্পনা উড়িয়ে দেন সৌগত রায় (Sougata Roy)। তিনি বলেন, ‘শুভেন্দুকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ও তৃণমূলেই আছে। আগামী নির্বাচন আমরা একসঙ্গেই লড়ব। অন্য কোনও কথা তো এখনও পর্যন্ত বলেনি। খেজুরিতে ও যা বলেছে, তাতেই ওর ইচ্ছেটা স্পষ্ট। দলবিরোধী কিছু বলতে ও ইচ্ছুক নয়।’ কিন্তু দলের অন্দরে সব যখন ঠিকঠাকই রয়েছে, তাহলে কেন বারবার রাজ্যের পরিবহণ ও সেচ মন্ত্রীর সঙ্গে বৈঠকে করতে হচ্ছে নেতা-মন্ত্রীদের? এ প্রশ্নের উত্তরে সৌগত সাফ জানান, ‘শুভেন্দুর সঙ্গে কেন এতবার বসতে হচ্ছে, তার উত্তর দেব না।’ তারই মাঝে এইচআরবিসি’র চেয়ারম্যান পদ থেকে ইস্তফায় শাসকদলের সঙ্গে শুভেন্দুর সংঘাত আরও জোরাল হল বলেই গুঞ্জন রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *