October 28, 2024

আদিবাসী সমাজের মানুষের ঠিক করে দেওয়া জায়গাতেই উচ্চতায় বাঁকুড়া জেলার সবচেয়ে বড় বিরসা মুণ্ডার মূর্তি প্রতিষ্ঠিত হবে

1 min read

আদিবাসী সমাজের মানুষের ঠিক করে দেওয়া জায়গাতেই উচ্চতায় বাঁকুড়া জেলার সবচেয়ে বড় বিরসা মুণ্ডার মূর্তি প্রতিষ্ঠিত হবে

দেবব্রত মন্ডল , বাঁকুড়াঃ– আদিবাসী সমাজের মানুষের ঠিক করে দেওয়া জায়গাতেই উচ্চতায় বাঁকুড়া জেলার সবচেয়ে বড় বিরসা মুণ্ডার মূর্তি প্রতিষ্ঠিত হবে। ঘোষণা করলেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। রবিবার ইন্দাসে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্ বাঁকুড়া সফরে এসে পুয়াবাগান মোড়ে একটি মূর্তিতে মালা দেন।

বিজেপির দাবি ঐ মূর্তি বিরসা মুণ্ডার। অন্যদিকে তৃণমূলের দাবি বিরসা মুণ্ডা নয়, ঐ মূর্তি এক আদিবাসী শিকারীর। যা নিয়ে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির চাপানতোর চলছেই ।ঐ সাংবাদিক সম্মেলনে কেন্দ্র সরকারকে তুলোধনা করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ আদিবাসী সম্প্রদায়ের ভগবানকে ‘অপমান’ করেছেন দাবি করে বিভিন্ন অংশের আদিবাসী জনজাতির মানুষ তাঁকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে পোষ্টকার্ড পাঠাবেন বলেও শ্যামল সাঁতরা এদিন দাবি করেন।আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া এসে যার বাড়িতে মধ্যাহ্নভোজন করেছিলেন সেই বিভীষণ হাসদা আর আদিবাসী নেই তিনি এখন অনাবাসী হয়ে গেছেন , তিনি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছেন । আর বিজেপি বাঙালির সংস্কৃতি কে পরিবর্তন করতে চাইছেন তার পাশাপাশি বাঙালির ভগবানও পরিবর্তন করে দিতে চাইছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *