October 28, 2024

কালিয়াগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হল কালীপূজা করোনা বিধিনিষেধ মেনেই

1 min read

কালিয়াগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হল কালীপূজা করোনা বিধিনিষেধ মেনেই

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,১৫,নভেম্বর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর দীর্ঘদিন ধরেই কালিপূজার ঐতিহ্য বহন করে আসছে।শনিবার শহরের বিভিন্ন স্থানে বিগ বাজেটের কালীপূজার সাথে শতাব্দী প্রাচীন মা বয়রা কালীর পূজা অত্যন্ত নিষ্ঠার

সাথে যেমন হয়েছে তেমনি কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাব,ক্লাব কসকো,অগ্নিবীণা ক্লাব, নেতাজি স্পোর্টিং ক্লাব এবং সুহৃদ সংঘের কালীপূজা বিধিনিষেধের বেড়াজালের মধ্যে থেকেও দর্শকদের মনে দাগ কেটেছে নিঃসন্দেহে।

এবারের কালীপূজার রাতে বিগত বছরের তুলনায় দর্শনার্থীরা রাস্তায় বের হলেও সংখ্যার নিরিখে তা অনেকটাই কম ছিল।যে সমস্ত দর্শনার্থীরা কালি পূজার রাতে প্রতিমা দর্শনের জন্য বের হয়েছিল তাদের মধ্যে সামাজিক দূরত্ব ততটা বজায় না থাকলেও

অধিকাংশ দর্শনার্থীদের মুখেই দেখা গেছে মাস্ক। এবারের কালীপূজার বৈশিষ্ট্য ছিল রাস্তাঘাটের কোথায়ও ছিলনা কোন বাজি ফটকা।এমনকি শিশুরাও এবার তারাবাতি জ্বালিয়ে আনন্দ করতেও ভুলে গেছে।

কালিয়াগঞ্জের মা বয়রা মন্দিরে যেমন দর্শনার্থীদের সমাগম হয়েবহিল,তেমনি হাসপাতাল পাড়ার ত্রিধারা ক্লাবের খোলা মেলা মাঠে দর্শনীয় প্রতিমার মন্ডপ দেখতে মানুষের ভীড় দেখা যায়।

 

তবে রাত এগারোটার মধ্যেই অধিকাংশ দর্শনার্থীরা পূজা দেখে বাড়ি ফিরে যায়।কালি পূজাকে ঘিরে ছিল কালিয়াগঞ্জ শহরের সর্বত্র ব্যাপক পুলিশি ব্যবস্থ্যা। কালি।পূজা কে ঘিরে ছিলনা কোন অপ্রীতিকর ঘটনার খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *