October 28, 2024

উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের হুঁশিয়ারি ধনকড়ের

1 min read

উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের হুঁশিয়ারি ধনকড়ের

নভেম্বর মাসজুড়ে পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। রবিবারই দার্জিলিংয়ে (Darjeeling) পৌঁছনোর কথা তাঁর। তার আগে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে ফের রাজ্যের বিরুদ্ধে সরব জগদীপ ধনকড়। এবার উত্তরবঙ্গে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের বিরুদ্ধে একহাত নিলেন তিনি। ”আগুন নিয়ে খেলবেন না” বলেও চরম হুঁশিয়ারি রাজ্যের সাংবিধানিক প্রধানের। এদিন তিনি বলেন, “উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করে।

আমার কাছে রিপোর্ট এসেছে। রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আপনাদের বয়স কম আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না। রাজনীতিতে কে হারল, কে জিতল পাত্তা দিই না। যা করছি সেটা আমার কাজ।” দিল্লিতে অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যপাল। রবিবার আবারও সেই একই আশঙ্কার কথাই শোনালেন তিনি। রাজ্যে নারী নিগ্রহের খতিয়ান তুলে ধরেন তিনি। কেন সঠিক বিচার হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। উল্লেখ্য, রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে বারবারই প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ধনকড়। দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। দিনকয়েক আগে রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তবে এই প্রথমবার উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে সরব হলেন জগদীপ ধনকড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *