October 28, 2024

কালিয়াগঞ্জের কুনোরের টেরাকোটা শিল্পকে জনপ্রিয়ের আঙিনায় আনতে শহরে উদ্বোধন হল টেরাকোটার বিপণন কেন্দ্র

1 min read

কালিয়াগঞ্জের কুনোরের টেরাকোটা শিল্পকে জনপ্রিয়ের আঙিনায় আনতে শহরে উদ্বোধন হল টেরাকোটার বিপণন কেন্দ্র

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৩১,অক্টোবর:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরের হাট পাড়ার টেরাকোটা শুধু উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গ অথবা পশ্চিমবঙ্গই নয় সারা বিশ্বে কুনোরের টেরাকোটার নাম আজ সর্বজনবিদিত। অথচ কালিয়াগঞ্জ হাট পাড়ার টেরাকোটার দ্রব্য সামগ্রী কেমন তা খোদ কালিয়াগঞ্জ শহরের অনেক মানুষের কাছেই তা অজানা।প্রদীপের নিচেই অন্ধকার।

আর এই অজানাকে জানানোর জন্য কালিয়াগঞ্জের টেরাকোটা প্রেমী সন্তোষ বেঙ্গানি,বিশ্বজিৎ মহন্ত,কুনাল চৌধরী,সুমন্ত নারায়ণ সাহা,রাহুল ঘোষ,বিনয় বেঙ্গানি নিজেদের সম্পুর্ন ব্যক্তিগত প্রচেষ্টায় কুনোরের হাট পাড়ার টেরাকোটার দৃষ্টিনন্দন দ্রব্য সামগ্রী নিয়ে কালিয়াগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র সুকান্ত মোড়ের রেলগেটের সন্নিকটে একটি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন।

টেরাকোটা হস্ত শিল্প প্রসারের কর্নধার সন্তোষ বেঙ্গানি বলেন যেদিন থেকে কালিয়াগঞ্জে এই টেরাকোটা হস্ত শিল্পের বিপনী কালিয়াগঞ্জ শহরে প্রতিষ্ঠা করা হয়েছে সেদিন থেকেই কালিয়াগঞ্জ শহরের মানুষজন এই সুকান্ত মোড়ের বিপনিতে টেরাকোটার হস্ত শিল্প কেমন যেমন দেখছেন তেমনি প্রতিদিন শহরের সৌখিন মানুষজন অনেকেই তাদের পছন্দমত জিনিষ ক্রয় করছেন।সাথে সাথে কালিয়াগঞ্জের কুনোরের হাট পাড়ার টেরাকোটার দ্রব্য সামগ্রী কেমন তা সি কদিনের মধ্যেই ব্যাপক প্রচারের আলোয় চলে এসেছে।যা এর আগে কোনদিন হয়নি।বলে সন্তোস বেঙ্গানি জানান।সন্তোষ বাবু জানান তিনি কুনোরের হাট পাড়ার।টেরাকোটা শিল্পীদের এও বলেছেন তারা যদি মনে করেন তাদের টেরাকোটা শিল্পের দ্রব্য সামগ্রী নিয়ে কালিয়াগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার করতে চান তার সমস্ত ব্যবস্থা তারা যে কজন টেরাকোটা প্রেমী এই শিল্পের উন্নতি চান সমস্তই করে দেবেন।সন্তোষ বেঙ্গানি বলেন এই শিল্পের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।হলেও আসলে এই শিল্পের সাথে যুক্ত শিল্পীরা খুব একটা আগ্রহী আছে বলে মনে হয়না।রাজ্য সরকারের জেলা শিল্প দপ্তরের মাধ্যমে এই শিল্পের জন্য অনেক কিছু করা সম্ভব হলেও জেলা শিল্প দপ্তর তাদের উন্নয়নে আজ পর্যন্ত কুনোরের হাট পাড়ায় একটি ওয়ার্কশপ পর্যন্ত তৈরি করে দিতে পারেনি।অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই যাচ্ছেন জেলায় জেলায় কুটির শিল্পের উন্নয়নে রাজ্য সরকার প্রচুর কাজ করে যাচ্ছে।মুখ্যমন্ত্রীর কথা যদি ঠিক হয় তাহলে কয়েক দশক ধরে কুনোরের হাট পাড়ার টেরাকোটা শিল্পীদের জন্য আজও একটা ওয়ার্কশপ তৈরি করা সম্ভব হয়নি কেন সাধারণ মানুষের প্রশ্ন?কুটির শিল্প দপ্তরের মাধ্যনে কালিয়াগঞ্জ শহরে অনেক দিন পূর্বেই একটি টেরাকোটা র এবং একটি কালিয়াগঞ্জের মালগাঁওযের বিখ্যাত কার্পেট শিল্পের বিপণন কেন্দ্রকি সরকারি উদ্যোগে খুলে দেওয়া যেতনা?অথচ সরকার আন্তরিকতার সাথে একটু চেষ্টা করলে হেসেখেলে এই বিপণন কেন্দ্রগুলো চালাতে পারতো।জানা যায় কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ের টেরাকোটার বিপণন কেন্দ্রে টেরাকোটার জলের বোতল,টেরাকোটার জলের জার, কফির কাপ,চায়ের কাপ প্রদীপদানি এসব পাওয়া যাচ্ছে।খুব শীঘ্রই পাওয়া যাবে মেয়েদের টেরাকোটার নেকলেশ,কানের রকমারি ম্যাচিং কানপাশা,কানের দুল,কপালের রকমারি টিপ,হাতের চুরি,ব্রেসলেট।যা দেখলেই নেবার জন্য মন চাইবেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *