October 28, 2024

হাতির উপদ্রব যেন কিছুতেই ওদের পিছু ছাড়ছে না । ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা ।

1 min read

হাতির উপদ্রব যেন কিছুতেই ওদের পিছু ছাড়ছে না । ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা ।

দেবব্রত মন্ডল , বাঁকুড়া :- হাতির উপদ্রব যেন কিছুতেই ওদের পিছু ছাড়ছে না । ব্যাপক ক্ষতির মুখে ধান চাষীরা ।একদিকে বাড়িতে চলছে লক্ষ্মীপুজ করণাময় পরিস্থিতিতে কোনো রকম ভাবে সারা রাত জেগে ওরা লক্ষ্মীপুজো সেড়েছে । তবে আজও ওদের রাত জাগতে হবে কারন সারাবছরের পেটের ভাতটুকু রক্ষার তাগিদে ওরা রাত জাগবে ।

ওরা বাঁকুড়া জেলার বেলিয়াতোড় রেঞ্জ এলাকার হরিশ্চন্দ্রপুর , বৃন্দাবনপুর , সাগর কাটা সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা রাতের ঘুম ছুটেছে ওদের ।বুনো হাতির হাত থেকে পাকা ধান রক্ষা করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চাষীদের । গত কয়েকদিন ধরে চল্লিশটি বুনো হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছে বেলিয়াতোড় জঙ্গলে । বিকেল হলে হাতির দল নেমে পড়ছে ধানের জমিতে একদিকে পাকা ধান হাতির দল খেয়ে নিচ্ছে অন্যদিকে পা দিয়ে পিষে নষ্ট করে দিচ্ছে । স্বাভাবিকভাবেই এই সমস্ত এলাকার ধান চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে যেহেতু চাষবাস করে সারা বছর তাদের সংসার চলে । আর এমতাবস্থায় এভাবে পাকা ধানের ক্ষতি হলে আগামী দিনে ছেলে মেয়েদের নিয়ে সংসার চলবে কিভাবে তাই ভেবে কপালে পড়েছে চিন্তার ভাঁজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *