October 27, 2024

আদিবাসী সম্প্রদায়ের ধর্ম গুরুর পূজা দিয়ে দুর্গা পূজা শুরু ইটাহার থানার জয়হাট অঞ্জলের চাকলা গ্রামে

1 min read

আদিবাসী সম্প্রদায়ের ধর্ম গুরুর পূজা দিয়ে দুর্গা পূজা শুরু ইটাহার থানার জয়হাট অঞ্জলের চাকলা গ্রামে

১৬ অক্টোবর শশাঙ্ক সরকার ইটাহার: আদিবাসী সম্প্রদায়ের ধর্ম গুরুর পূজা দিয়ে দুর্গা পূজা শুরু কে ঘিরে,আদিবাসী অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের দুর্গাপূজার প্রস্তুতি সহ ধর্মীর গুরুর মন্দির সংস্কারের কাজ জোর কদমে কাজ চলছে ইটাহার থানার জয়হাট অঞ্জলের চাকলা গ্রামে। উল্লেখ্য ইটাহার থানার জয়হাট অঞ্চলের চাকলা আদিবাসী অধ্যুষিত চাকলা সার্ব্বজনীন দুর্গাপূজা এবারে ৩৯ তম বর্ষ। তবে দুর্গা পূজার প্রস্তুতি পাশাপাশি মন্দির সংলগ্ন আদিবাসী সম্প্রদায়ের ধর্মীর গুরু মাঝি বাবার মন্দির সংস্কারের কাজ শুরু করেছে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা, এলাকার গৃহবধূ তালু কিস্কু বলে সামনে দুর্গাপূজা ফলে মন্দিরের পাশে ধর্মীয় গুরু মাঝি বাবার থান পরিস্কার করা হচ্ছে দুর্গা পূজার দিন মাঝি বাবার থানে পূজা দিয়ে তারপর দুর্গাপূজা শুরু এটাই নিয়ম আমাদের চাকলা আদিবাসী সম্প্রদায়ের পূজার।

অন্য দিকে পূজা কমিটির সদস্য মাঝি বাস্কে বলেন আমাদের চাকলা আদিবাসী সাব’জনীন দুর্গাপূজা এবারে সরকারী নিয়ম ঋতি মেনে পূজার আয়োজন করা হচ্ছে, সেরকম লাইট পেন্ডেল আলোক সজ্জা

কোন বার না হলেও মন্দির প্রাঙ্গণে নিয়ম নিষ্টার সাথে পূজার আয়োজন করা হয়ে থাকে, কোন রকম চাঁদা না তোলা হলেও নিজেদের অর্থ, দশের এক পুকুর থেকে কিছু অর্থ দিয়ে পূজার আয়োজন প্রতিবার করা হলেও,

গতবারের থেকে এবারে সরকারী ভাবে দিদি পঞ্চাশ টাকা টাকা দিয়েছে আমাদের আদিবাসী সম্প্রদায়ের দুর্গাপূজার জন্য, তবে নিয়ম রৃতি মেনে মন্দির প্রাঙ্গণে মাঝি বাবার থান পরিস্কার করা হচ্ছে আগে মাঝি বাবার থানে পূজা তারপর শুরু দূর্গাপূজা, কেননা গ্রামে যাতে কোন রকম অসুখ বিসুখ না হয় সেকারনে ধর্মীয় গুরু মাঝি বাবার থানে পূজা দিয়ে পার্থনা করি যাতে গ্রামে না ঢোকে এটা আমাদের আদিবাসী সম্প্রদায়ের নিয়ম, সবকিছু ঠিক রেখে সরকারী নিয়ম ঋতি মেনে পূজার আয়োজন করা হচ্ছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *