October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার সাতটি অন্যতম সেরা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

1 min read

উত্তর দিনাজপুর জেলার সাতটি অন্যতম সেরা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার উত্তর দিনাজপুর জেলার সাতটি অন্যতম সেরা পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন ।

কোলকাতা থেকে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধন প্রাঙ্গনে ক্লাব কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের শ্রেষ্ঠ দুর্গোৎসব বলে পরিচিত সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপ প্রাঙ্গনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা রায়গঞ্জ পুরসভার চেয়ারমান ইন কাউন্সিল নয়ন দাস সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা বলেন, এতদিন কোলকাতাতেই পুজো উদ্বোধন করতেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, এই প্রথম রাজ্যের কোচবিহার থেকে নদীয়া জেলার সেরা পুজো কমিটিগুলির পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, এটা আমাদের জেলাবাসীর কাছে বড় পাওনা।

পুজোতে মাননীয়া মুখ্যমন্ত্রী যেভাবে করোনা সচেতনতামূলক ব্যাবস্থা নিতে বলেছেন তার সবকটিই মেনে চলা হবে বলে জানান জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। বুধবার বিকেলে রায়গঞ্জ শহরের সুদর্শনপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শহরের ” অমর-সুব্রত স্পোর্টিং ক্লাব,” ” রবীন্দ্র ইন্সটিটিউট এর পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন।

এরপর কালিয়াগঞ্জ শহরের শেঠ কলোনীর ” ঐক্য সম্মিলনী ” ক্লাবের পুজো এবং দক্ষিন আখানগরের ” ইয়ং অ্যাথলেটিক ” ক্লাবের পুজোও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

ইসলামপুর শহরের ” আদর্শ সংঘ ” ও ” কমলা মেমোরিয়াল ” ক্লাবের পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পুজো কমিটিগুলির কাছে করোনা আবহে সবরকম সতর্কতা ও প্রচারের উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *