October 27, 2024

ন্যাশনাল পোস্টাল উইকে ‘ডিজিটাল পোস্ট মাস্টার/ডিজিটাল পোস্ট সার্ভিস’ ও ‘১টাকার ই-মেইল’ এর- প্রস্তাব ।

1 min read

ন্যাশনাল পোস্টাল উইকে ‘ডিজিটাল পোস্ট মাস্টার/ডিজিটাল পোস্ট সার্ভিস’ ও ‘১টাকার ই-মেইল’ এর- প্রস্তাব ।

পিয়া গুপ্তা চক্রবর্তী ডিজিটাল যুগে ডাকযোগাযোগ এখন অতীত কত ইমোশন জড়িয়ে থাকা ডাকবাক্স গুলো এখন এক কোণায় | এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে বর্তমান দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে ন্যাশনাল পোস্টাল উইকে কালিয়াগঞ্জ পোস্ট অফিসে ন্যাশনাল পোস্টাল উইকে লিখিত প্রস্তাব পত্র দেন ড: তাপস পাল | ৯ই অক্টোবর থেকে ১৫ই অক্টোবর ন্যাশনাল পোস্টাল উইক ও ১০ই অক্টোবর ন্যাশনাল পোস্টাল ডে হিসেবে পালিত হয়ে আসছে ভারতে | তাপস বাবু এই প্রসঙ্গে বলেন, কালিয়াগঞ্জ পোস্ট অফিসের পোস্ট মাস্টার তাপসবাবুর এই অভিনব চিন্তা ধারাকে স্বাগত জানিয়ে বলেছেন ডিজিটাল যুগে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান এখন প্রায় অতীত ব্যাপার কিন্তু ‘ডিজিটাল পোস্টমাস্টার’/ ‘ডিজিটাল পোস্ট সার্ভিস’ যদি সত্যিই চালু হয় তাও 1টাকার বিনিময়ে ই-মেইলে ডকুমেন্ট প্রেরণ ব্যবস্থা হয় সরকারি কাজে বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে মানুষ বেসরকারী কুরিয়ার পরিষেবা ছেড়ে আবার পোস্টঅফিসমুখী হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *