October 27, 2024

কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ ও পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল দুর্গাপূজা কমিটি গুলির হাতে চেক তুলে দিলেন কালিয়াগঞ্জ থানায়

1 min read

কালিয়াগঞ্জ এর বিধায়ক তপন দেব সিংহ ও পৌরসভার প্রশাসক কার্তিক চন্দ্র পাল দুর্গাপূজা কমিটি গুলির হাতে চেক তুলে দিলেন কালিয়াগঞ্জ থানা য়

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১০,অক্টোবর: শনিবার কালিয়াগঞ্জ থানায় আসন্ন দুর্গা পূজা উপলক্ষে রাজ্য সরকার কর্তৃক সারা রাজ্যের সাথে কালিয়াগঞ্জ শহর ও গ্রামের ১১২ টা দুর্গা পূজা কমিটির প্রতিনিধিদের হাতে পঞ্চাশ হাজার টাকার একটি করে চেক তুলে দেন।কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ প্রথম চেকটি একটি পূজা কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।

তিনি বলেন মনে রাখতে হবে এবারের দুর্গাপূজা অন্যান্যবারের তুলনায় সম্পুর্ন আলাদা।তাই আমরা মায়ের পূজা করবো কিন্তু সরকারি বিধিনিষেধকে মান্যতা দিয়ে।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর প্রসাশক কার্তিক চন্দ্র পাল পূজা কমিটির হাতে চেক তুলে দিয়ে বলেন আমরা এবার সরকারি আইন মেনে এমনভাবে পূজা করবো যাতে পূজা এবং পূজার পরবর্তীতে আমরা সবার সুস্থ থাকতে পারি এবং প্রত্যেকের মুখেই যেন হাসি ফুটে উঠতে পারে।

সেটাই আমরা দেখতে চাই।ত।উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ পূজা কমিটির হাতে একটি চেক দিয়ে বলেন কালিয়াগঞ্জ শহর ও গ্রামের পূজা কমিটির উপস্থিত প্রতিনিধিদের কাছে বিশেষভাবে আবেদন আমরা সবাই রাজ্য সরকারের বিধিনিষেধ মেনে এমন ভাবে মায়ের আরাধনা করবো যাতে আগামীতে আমরা করোনাকে জয় করতে পারি। কালিয়াগঞ্জ থানার আই সি সুমন লামা কালিয়াগঞ্জ থানায় উপস্থিত পূজা কমিটির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন সারা রাজ্যের সাথে কালিয়াগঞ্জের ১১২ টা পূজা কমিটি সরকারের আর্থিক অনুদান দিয়ে খুব সুন্দর ভাবে সরকারি নিয়ম মেনে পূজা করতে পারি তা সবাইকে মনে রাখতে হবে।

পূজায় কোন রকম বিশৃখলা বরদাস্ত করা হবেনা।সবাইকে সরকারি বিধি নিষেধ মেনেই চারদিন পূজা করতে হবে।জানা যায় কালিয়াগঞ্জ ব্লকে মোট ১১২টি পূজা কমিটিকে শনিবার ছাপ্পান্ন লক্ষ টাকার চেক প্রদান করা হয়।চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই বৈশ্য পূজা কমিটির হাতে চেক তুলে দেন।সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনা করেন কালিয়াগঞ্জ থানার মেজবাবু পিনাকী সরকার এবং কালিয়াগঞ্জ থানার এস আই বাসুদেব সাধুখা।কালিয়াগঞ্জ থানায় বেশ কিছু মহিলা পূজা কমিটির প্রতিনিধিরাও এসে চেক পেয়ে প্রচন্ড খুশি হন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *