October 27, 2024

দুই ল্যাব এসিস্ট্যান্ট কোভিডে আক্রান্ত হবার ফলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে কোভিড টেস্টের কাজ বন্ধ,

1 min read

দুই ল্যাব এসিস্ট্যান্ট কোভিডে আক্রান্ত হবার ফলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে কোভিড টেস্টের কাজ বন্ধ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৮,অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের কোভিড টেস্টের দায়িত্বে যে দুই ল্যাব কর্মী লালা রস পরীক্ষা করত তারা বুধবার থেকে করোনায় আক্রান্ত হয়েছে।ফলে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে লালা রস পরীক্ষা বন্ধ হয়ে গেল।

জানা যায় আর ফলে আগামী ১৪ দিন লালা রস পরীক্ষার কাজ বন্ধ থাকবে।১৪ দিন বাদে দুই কর্মী সুস্থ হয়ে ফিরলে পুনরায় চালু হবে লালা রস পরীক্ষার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার প্রকাশ রায় বলেন এই হাসপাতালে মাত্র লালা রস পরীক্ষার জন্য দুইজন কর্মী ছিলেন কিন্তূ দুর্ভাগ্যবশত তারা অসুস্থ হয়ে পড়ায় আপাতত কিছুদিন লালা রস পরীক্ষার কাজ বন্ধ করা হল বাধ্য হয়েই। সুপার প্রকাশ রায় বলেন এই মুহূর্তে ল্যাব টেস্টের কর্মী পাওয়া অত্যন্ত সমস্যার ব্যাপার।শারদীয় দুর্গা পূজার মুহূর্তে হটাৎ করে লালা রস পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ায় কালিয়াগঞ্জ শহরের আম জনতার মধ্যে ব্যাপক দুশ্চিন্তা দেখা দিয়েছে বলে জানা যায়।কারন কালিয়াগঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্তুর সংখ্যা।কারন কালিয়াগঞ্জ শহরে করোনা আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্তুর সংখ্যাও।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *