October 27, 2024

করোনার থাবা পরেছে দুর্গাপুজার পাশাপাশি ঢাকের কাঠিতে

1 min read

করোনার থাবা পরেছে দুর্গাপুজার পাশাপাশি ঢাকের কাঠিতে

৬ অক্টোবর শশাঙ্ক সরকার, ইটাহার: আর কটা দিন বাদে আপামর বাঙালীর প্রিয় উৎসব দুর্গাপুজা। কিন্তু এই বছর করোনার থাবা পরেছে দুর্গাপুজার পাশাপাশি ঢাকের কাঠিতে।

কিন্তু পেট চালানোর তাগিদে করোনা ভয়কে দূরে ঠেলে ঢাক বাজিরা আসন্ন দূর্গাপুজায় বিভিন্ন পূজা মন্ডপের ঢাক বাজানোর বায়না পেলেও অন্য বছরের তুলনায় অনেক কম বলে জানালেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের ঢাকিরা।

একই অবস্থার কথা জানালেন ঢাক মেরামত কারিরা। এমনি ছবি লক্ষ করা গেলো ইটাহার ব্লকের মারনাই অঞ্চলের ঢাকি পাড়া সহ ঢাকি মেরামতের দোকানে। এক ঢাকি পাঁচু দাস বলেন, করোনার ফলে বিগত বছরের তুলনায় এই বছর দূর্গা পূজার ঢাক বাজানোর বায়না পেলেও অনেক কম তবুও ঢাক মেরামতি করে বাজাতে হবে পেটের দায়ে।

ঢাক মেরামতির খরচও বেড়ে গেছে। তবু করোনা ভয় কাটিয়ে অনেক ঢাকি পূজার বায়না ধরেছে বাইরের বিভিন্ন শহরে। তবে ঢাক মেরামতিকারি যোগন্দ্র নাথ রবিদাস বলেন, করোনা মোকাবিলায় এবার ব্যবসা বাণিজ্য তেমন নেই।

প্রতিবছর দূর্গাপূজার আগে একশোর বেশি ঢাক মেরামতের কাজ করতাম। এই বছর ঢাক মেরামতের চাহিদা নেই ঢাকিদের।

এখনো পর্যুন্ত জনা পঞ্চাশেক ঢাক মেরামতের কাজ পেয়েছি। অনেক ঢাকি করোনা মোকাবিলায় এবারে বাইরে শহরের পূজার বাইনা ধরেনি। তাই ঢাক মেরামতের কাজও নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *