October 27, 2024

ইন্টারন্যাশনাল তায়ক্বোন্ডো প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুরের সাফল্য

1 min read

ইন্টারন্যাশনাল তায়ক্বোন্ডো প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুরের সাফল্য

তপন চক্রবর্তী, কালিযাগঞ্জ,৬,অক্টোবর:“1st Bangladesh Taekwondo International Poomsae Live Championship” এ অংশগ্রহণ করেছিল অনুজ্ঞা দত্ত, দীপশিখা সরকার, পিউলি পাল, রাই দত্ত, রাহী গঙ্গোপাধ্যায় ও কোচ হিসাবে শিপ্রা বর্মন। এই আন্তজার্তিক প্রতিযোগিতা আয়োজন করেছিল “বাংলাদেশ তায়ক্বোন্ডো অ্যাসোসিয়েশন। গত ৩ রা অক্টোবর ও ৪ ঠা অক্টোবর ২০২০ তারিখে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ।

এই সংস্থাটি “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন” ও “ওয়র্ল্ড তায়ক্বোন্ডো অ্যাসোসিয়েশন” দ্বারা স্বীকৃত। ফলাফল এলে দেখা যায় বালুরঘাট চকভৃগু এলাকার পিউলি পাল “রেড বেল্ট আন্ডার ১২ ফিমেল” বিভাগে প্রথম স্থান অর্জন করে গোল্ড মেডেল, বালুরঘাট সুভাষ কর্নার এলাকার দীপশাখা সরকার “ব্লু বেল্ট আন্ডার ৮ ফিমেল” বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার মেডেল, পাওয়ার হাউস এলাকার রাহি গঙ্গোপাধ্যায় “ইয়োলো বেল্ট আন্ডার ৮ ফিমেল” বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল ও বালুরঘাটের রাই দত্ত “গ্রীন বেল্ট আন্ডার ৮ ফিমেল” বিভাগে তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। আয়োজক সংস্থা E-Certificates পাঠিয়ে দিয়েছে এবং ওনারা জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যে মেডেল কোরিয়ারের (পোস্টের) মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে । “দক্ষিন দিনাজপুর তায়ক্বোন্ডো অ্যাসোসিয়েশন”-এর সম্পাদক শ্রী দিবাকর মণ্ডল জানান যে ” আমরা খুবই আনন্দিত যে আমাদের এইরকম ছোট শহর থেকে এত ভালো সাফল্য অর্জন করতে পেরেছে আমাদের সংগঠনের প্রতিযোগীরা এবং আশাবাদী যে আগামী দিনে বিভিন্ন প্রতিযোগিতাগুলি থেকে অবশ্যই আরও বেশী সাফল্য অর্জন করতে পারবে আমাদের জেলার তায়ক্বোন্ডো খালোয়াড়রা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *