October 27, 2024

উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকের বিভিন্ন গ্রামে গঞ্জে ১৭৮টি রাস্তা হবে এক প্রেস মিটে বললেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা

1 min read

উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকের বিভিন্ন গ্রামে গঞ্জে ১৭৮টি রাস্তা হবে  বললেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২ অক্টোবর: ২রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের বিশেষ কর্মসূচি “পথশ্রী অভিযান'”এর মাধ্যমে রাজ্য জুড়ে ১২হাজার কিমি রাস্তার পুননির্মান ও সংস্কারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।যার মধ্যে উত্তর দিনাজপুর জেলার নয়টি ব্লকের বিভিন্ন গ্রামে গঞ্জে ১৭৮টি রাস্তা করা হবে বলে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন।

জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন উত্তর দিনাজপুর জেলার অনেক জায়গায় আরো রাস্তার প্রয়োজন আছে।কিন্তূ ধীরে ধীরে সেগুলিও করা হবে বলে জানান।

জেলা শাসক বলেন এই ১৭৮টি রাস্তার কোনটা নুতন আবার কোন।কোন রাস্তার সংস্কারের কাজে হাত দেওয়া হবে।উত্তর দিনাজপুর জেলায় মোট ৪০০ কিমি রাস্তা এই পথশ্রী অভিযানের মাধ্যমে করা হবে।উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গত কাল ১লা অক্টোবর থেকে এই পথশ্রী অভিযান শুরু করা হয়েছে যা যা আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত চলবে।

শুক্রবারের জেলা শাসকের ডাকা সাংবাদিক সম্মেলনে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষধের সভাধিপতি কবিতা বর্মন এবং অতিরিক্ত জেলাশাসক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *