October 24, 2024

ডিফারেন্টলি এবেল্ড স্টুডেন্টদের জন্য আন্তর্জাতিক ওয়েবিনার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে :

1 min read

ডিফারেন্টলি এবেল্ড স্টুডেন্টদের জন্য আন্তর্জাতিক ওয়েবিনার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে

তনময় চক্রবর্তী কভিড-১৯ এর কারণে দীর্ঘদিন যাবৎ লকডাউনের ফলস্বরূপ অধিকাংশ মানুষই মানসিকভাবে অবসাদে ভুগছে কর্মহীনতা থেকে একাকিত্ব জীবন বিভিন্ন কারণে | কিন্তু সমাজ যাদের প্রতিবন্ধী বলে আখ্যায়িত করে তারা প্রতিবন্ধকতা জয় করে | শিক্ষার বিভিন্ন স্তরে সেই সমস্ত স্টুডেন্টদের বিভিন্ন প্রতিকূলতা জয় করতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্টলি এবেল্ড বিভাগ, আইকিউএসি এবং আইন বিভাগের যৌথ উদ্যোগে ৩০শে সেপ্টেম্বর ২০২০ একদিন ব্যাপী এই ওয়েবিনার আয়োজিত হল |

প্যাট্রন হিসেবে ছিলেন রেজিস্টার দুর্লভ সরকার, প্রফেসর কালিশংকর তিওয়ারি, প্রফেসর দীপক রায় | এছাড়া প্রফেসর পিনাকী রায়, ড: সুব্রত সাহা, শুভময় ভৌমিক, দিগন্ত বিশ্বাস সহ অনেকেই | কী-নোট স্পিকার ছিলেন দিল্লী থেকে এমপাওয়ারমেন্ট অফ ডিস্যাবিলিটিজ পারসন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এমপাওয়ারমেন্ট -এর শ্রী কে. ভি. এস. রাও | ওয়েবিনারে উপস্থিত সকল শিক্ষার্থী ও গবেষকদের উদ্দেশ্যে এনহ্যান্সমেন্ট অফ সোশ্যাল থিঙ্কিং নিয়ে মূল্যবান সুপরামর্শ দেন |

ভিয়েতনাম থেকে বিচ ফাম, ইন্দোনেশিয়া থেকে আলফিনন্দা, রোমানিয়া থেকে প্রফেসর ভাসিলকোভাসছি নিকোলেট, দিল্লী থেকে মিনিস্ট্রি অফ আরবান প্ল্যানিং এর ড: কে গোধা, ব্রাজিল অস্ট্রোনমি ক্লাব থেকে রাউল আফন্সো পোম্মের, কানাডা মন্ট্রিল থেকে মিস পাউলা হোনোরাতো মারিন, নেপাল প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বিষ্ণু পাউডল, জে. এন. ইউ স্পেশাল সেন্টার ফর ডিসাস্টার ম্যানেজমেন্ট এর ড: দীপ নারায়ণ পান্ডে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রহ্লাদ রায়, কৃষ্ণেন্দু গুপ্তা, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দেবব্রত দেবনাথ, ইটাহার কলেজের মুকুন্দ মিশ্র, গাজোল কলেজের তন্ময় সরকার, দেওয়ান আব্দুল গনি কলেজের ড: ইসমাইল, ভূপেন্দ্রনাথ স্মৃতি কলেজের ড: সুকান্ত দাস, প্রমুখ শিক্ষাবিদ এদিনের আলোচনায় ছিলেন | সাত টি দেশ থেকে নব্বই জন উপস্থিত ছিলেন | স্পেশাল নয় স্বাভাবিক ভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে কিভাবে সুযোগ বৃদ্ধি করা যায় তা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন অনেকেই | রায়গঞ্জ শিশুমঙ্গল-এর ডাক্তার নীলাঞ্জন মুখার্জি ও দুর্গাপুর ওমেন’স কলেজের কর্ণধার শ্রী শ্যামল ব্রহ্ম o প্রিন্সিপাল প্রীতম মণ্ডল গবেষণাতে এদের উৎসাহ করার কথা বলে |ডিফারেন্টলি এব্লেড সেন্টার এর এটি প্রথম অনলাইন কনফারেন্স ও কনভেনার ছিলেন ড: তাপস পাল | তাপস পাল বলেন, স্থিতিশীল উন্নয়নের চার নম্বর ‘কোয়ালিটি এডুকেশন’ তখনই সম্ভব হবে যখন সমাজে জাতি, লিঙ্গ বা ধনী-দরিদ্র ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নয় সর্বোস্তরীয় শিক্ষা ব্যবস্থা হবে | আমরা প্রতিটি মানুষই কোনো না কোনো দিক দিয়ে প্রতিবন্ধী কারো প্রকাশ্য কারো অপ্রকাশ্য | প্রকাশ্যদের প্রতিবন্ধী না বলে ‘স্পেশাল’ শব্দটি সেই সমস্ত শিক্ষার্থী বা সেই সমস্ত শিক্ষার্থীদের অবিভাবকদের মনে ভরসা জোগাতে পারে | স্বাভাবিক সমাজ সেই সমস্ত শিশুদের স্পেশালিটি মেনে নিতে পারে না অনেক ক্ষেত্রেই বিভিন্ন মানসিক নির্যাতনের শিকার হয় তারা ফলে তাদের আর উচ্চ শিক্ষা হয়ে ওঠে না | রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডিফারেন্টলি এবেল্ড এর ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আরও ভালো করে গবেষণা করে বুঝেছি সকল প্রতিবন্ধীর প্রতিবন্ধকতা আলাদা কেউ শারীরিক আবার কেউ মানসিক ভাবে | এই প্যানডেমিক সময়ে বহু সেমিনার হলেও দিব্যজ্ঞান দের জন্য পশ্চিমবঙ্গে সম্ভবত এটি প্রথম আলোচনা সভা | জয়েন্ট কনভেনার ড:ভূপাল ভট্টাচার্য , জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি ড: সঞ্জীব মণ্ডল , অর্গানাইজিং সেক্রেটারি ড: সুব্রত সাহা সকলেই এই অনুষ্ঠান করতে পেরে ভীষণ খুশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *