October 27, 2024

ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার ধানের জমি জলে ডুবে যাওয়া এলাকায় পরিদর্শনে গেলেন ইটাহার ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায়

1 min read

ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার ধানের জমি জলে ডুবে যাওয়া এলাকায় পরিদর্শনে গেলেন ইটাহার ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায়

৩০ সেপ্টেম্বর শশাঙ্ক সরকার ইটাহার: গত কয়েক দিনের বৃষ্টির জেরে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার ধানের জমি জলে ডুবে যাওয়া এলাকায় পরিদর্শনে গেলেন ইটাহার ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায়। উল্লেখ্য গত কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ইটাহার ব্লকের কাপাশিয়া সরুন, ১/২ গুলন্দর ১/২ অঞ্জলের একাধিক এলাকায় কৃষি জমি জলের তলায়, পাশাপাশি নদীর ধারে বেশ কিছু বাড়ি ঘর জলের তলায়, একাধিক গ্রামিন সরকের উপর কোথায় হাঁট জল কোথাও কোমর জলে জিবনের ঝুঁকি নিয়ে

পারাপার করে চলেছে সাধারণ মানুষ। বুধবার ইটাহার ইটাহার ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায় সহ পঞ্চায়েত সমিতির কৃষি কম’ধক্য হাফেজা খাতুন সহ অন্যান্য কৃষি আধিকারিক কাপাশিয়া অঞ্জল সহ অন্যান্য অঞ্চলে ধানের কৃষি জমি জলের তলায় চলে যাওয়া পরিদর্শন করে। ব্লক কৃষি অধিকারিক ড: ডেনিশ রায় বলেন আমরা প্রাথমিক ভাবে কোন কোন এলাকায় ধান সহ অন্যান্য ফসলের জমি জলের তলায় চলে

গেছে বা কতটা খতি হয়েছে তা দেখা, এরপর আবারও পরিদর্শন করা হবে অঞ্জল ভিত্তিক কেননা আমাদের কাছে রিপোর্ট আছে অঞ্জল ভিত্তিক চাষ আবাদের, সেই রিপোর্ট অনুসারে চাষ আবাদের খয়খতি দেখে রিপোর্ট পাঠানো হবে জেলা স্তরে, তবে প্রাথমিক ব্লকের রিপোর্ট পাঠানো হয়েছে, আগামী দিনে জেলার নিদে’শ অনুসারে খতি গ্রস্ত কৃষক দের সব ধরনের সহযোগিতা করা হবে। যদিও এদিন নমুনিয়া গ্রামের খতি গ্রস্ত কৃষক মজিবুর রহমান বলেন বৃষ্টি হওয়ায় কারনে নদীর জলে বেড়ে আমার সহ আসে পাশের কৃষক দের কয়েকশো বিঘা যার কোন হিসেব নেই, ধানি জমি জলের তলায় যার ফলে আর ফসল পাওয়া যাবে না, কেননা সকাল থেকে জল বেড়েই চলেছে আজকে, দপ্তরের আধিকারিকরা এসে দেখে গেল জানি না কি হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *