October 27, 2024

এসভিএসকেপি প্রকল্পের প্রকল্প সহায়করা সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ ও বেতনের দাবিতে ডেপুটেশন দিল

1 min read

এসভিএসকেপি প্রকল্পের প্রকল্প সহায়করা সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ ও বেতনের দাবিতে ডেপুটেশন দিল

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫,সেপ্টেম্বর:শুক্রবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসন দপ্তরে যারা সরকারি নির্দেশে জেলার এসভিএসকেপি প্রকল্পের প্রকল্প সহায়করা যারা জেলার অসংখ্য বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলছে তারা নিজেরাই আজ পর্যন্ত সরকারের অবহেলায় স্বনির্ভর হতে পারেনি।রাজ্য সরকার তাদের এই প্রকল্পের মাধ্যমে সামান্য উৎসাহ ভাতা দিয়ে কাজ করিয়ে নিচ্ছে যা অত্যন্ত অন্যায় এবং অবাস্তব।

বর্তমানে যাদের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ আর্থিক সঙ্কট।শুক্রবার চার দফা দাবি সম্বলিত এই প্রকল্পের সহায়ক কর্মীরা একটি ডেপুটেশন দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা শাসক তথা ডি এল এন্ড এল আর ও কাজল কান্তি সাহার নিকট।ডেপুটেশনকারীদের চার দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলি হল এস ভি এস কে পি প্রকল্পের সহায়কদের নূন্যতম মাসিক ভাতা প্রদান ও স্থায়ীকরন করতে হবে।দ্বিতীয়ত অবিলম্বে এস ভি এস কেপি প্রকল্পের আবেদন পত্র গ্রহণ ও যাবতীয় প্রক্রিয়া চালু করতে হবে,পশ্চিমবঙ্গ স্ব রোজগার করপোরেশনে বকেয়া ইনসেন্টিভ বিল এবং সাবসিডি প্রদান করতে হবে এবং অবিলম্বে এই প্রকল্পকে জনমুখী করে তুলতে হবে।অতিরিক্ত জেলা শাসক কাজল কান্তি সাহা ডেপুটেশনকারীদের বক্তব্য শোনেন এবং তাদের দ্যবি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান। সংস্থার সম্পাদক গৌতম কুমার সাহা বলেন সরকার তাদেরকে সামান্য উৎসাহ ভাতা দিয়ে এই গুরুত্বপূর্ণ দপ্তর এই ভাবে কতদিন চালাবেন তাদের প্রশ্ন জেলা শাসকের কাছে।গৌতম সাহা বলেন এই দপ্তরের আমরা যারা কর্মী তাদের এই সরকার এখনো স্বনির্ভর করতে পারেনি।অথচ আমরা অন্যদের স্বনির্ভর করার প্রশিক্ষণ দিচ্ছি।তাই আগে আমাদের সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হোক বলে জানান। ডেপুটেশনে সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতিগৌতম কুমার সাহা বলেন সরকার তাদেরকে সামান্য উৎসাহ ভাতা দিয়ে এই গুরুত্বপূর্ণ দপ্তর এই ভাবে কতদিন চালাবেন তাদের প্রশ্ন জেলা শাসকের কাছে।গৌতম সাহা বলেন এই দপ্তরের আমরা যারা কর্মী তাদের এই সরকার এখনো স্বনির্ভর করতে পারেনি। ডেপুটেশনে পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প সহায়ক ইউনিয়নের সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি গৌতম কুমার দাস সহ সংগঠনের সদস্যগন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *