October 24, 2024

কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের বিভিন্ন স্থানে দীন দয়াল উপাধ্যয়ের ১০৪তম জন্ম জয়ন্তী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন-

1 min read

কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের বিভিন্ন স্থানে দীন দয়াল উপাধ্যয়ের ১০৪তম জন্ম জয়ন্তী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৫,সেপ্টেম্বর:শুক্রবার একাত্মমানবাদের প্রণেতা দীন দয়াল উপাধ্যায়ের ১০৪ তম জন্ম জয়ন্তী সমগ্র উত্তর দিনাজপুর জেলার সাথে কালিয়াগঞ্জ পৌর সভার ১৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি শ্রদ্ধার মধ্যে দিয়ে পালন করা হল।

বিজেপির উত্তর দিনাজপুর জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী এক সাক্ষাৎকারে বলেন শুক্রবার প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উত্তর দিনাজপুর জেলার মোট ২০৭৩টি বুথের মধ্যে ১২০০বুথে আমরা অত্যন্ত নিষ্ঠার মধ্য দিয়ে দীনদয়াল উপাধ্যাযের জন্ম দিন পালন করেছি।

বিশ্বজিৎ বাবু বলেন প্রয়াত দীনদয়াল উপাধ্যায় জন্ম গ্রহন করেন আজকের দিনে অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর ১৯১৬ সালে রাজস্থানের ধনকিয়া গ্রামে নিজ মাতুলালয়ে।বিশ্বজিৎ বাবু বলেন দীনদয়ালজীর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক।তাকে ট্রেনের মধ্যে হত্যা করা হয় ১১ই ফেব্রুয়ারি ১৯৬৮ সালে।পরবর্তীতে তার মৃতদেহ পাওয়া যায় মোঘলসরাই স্টেশনে।

দীনদয়ালজী ১৯৬৭ সালে ভারতীয় জনসঙ্ঘের সর্বভারতীয় সভাপতির দায়িত্বে ছিলেন।একাত্ব মানবতাবাদের প্রণেতা,মাগ দর্শক,রাজনৈতিক কর্মযোগী স্বয়ং দক্ষ সংগঠক হিসাবে তার পরিচীতি ছিল।রায়গঞ্জের বিভিন্ন স্থানে তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।এদিকে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ জানান কালিয়াগঞ্জ শহরের ১৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রয়াত দক্ষ রাজনৈতিক কর্মযোগীর প্রতিকৃতিতে মাল্যদান সহ বিভিন্ন অনুষ্ঠান হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *