October 27, 2024

কৃষক বিরোধী বিতর্কিত বিল পাশ করার প্রতিবাদে আন্দোলনে নামল ইটাহার ব্লক কৃষাণ ক্ষেত মজুর তৃনমূল কংগ্রেস কমিটি

1 min read

 কৃষক বিরোধী বিতর্কিত বিল পাশ করার প্রতিবাদে আন্দোলনে নামল ইটাহার ব্লক কৃষাণ ক্ষেত মজুর তৃনমূল কংগ্রেস কমিটি

শশাঙ্ক সরকার ,ইটাহার ২১ সেপ্টেম্বর :- কেন্দ্রের বিজেপি সরকার কৃষক বিরোধী বিতর্কিত বিল পাশ করার প্রতিবাদে আন্দোলনে নামল ইটাহার ব্লক কৃষাণ ক্ষেত মজুর তৃনমূল কংগ্রেস কমিটি। এদিন ইটাহারে মিছিল বের করে কৃষাণ ক্ষেত মজুর তৃনমূল কংগ্রেস কমিটির নেতৃত্ব মাজেদুর রহমান, নিবারণ সরকার সহ কমি’রা।

তৃনমূল কংগ্রেস জেলা কো-অর্ডিনেটর তথা জেলা পরিষদের কৃষি সমবায় কর্মাধ্যক্ষ মোশারফ হোসেন বলেন আমাদের রাজ্যে যখন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক দের জন্য একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের মাধ্যমে যখন রাজ্যের কৃষক দের সহযোগিতা করে চলেছে, তখন দিল্লীতে বিজেপি সরকার গতকাল রাজ্য সভায় জোর পূর্বক কৃষক বিরোধী বিল পাশ করিয়ে নিল এমনকি আমাদের তৃনমূলের সাংসদরা, সাংসদ ডেরেক ও’ ব্রায়েনের নেতৃত্বে রাজ্য সভায় আনা বিলে বাধা দিলেও তা শোনা হয়নি।

কেন্দ্রীয় বিজেপি সরকার কৃষকদের স্বার্থের বিরুদ্ধে বিল পাশ করালো,। অথচ’ আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের বাংলার ফসল বিমা যোজনা, কৃষি কাজে একাধিক যন্তপাতি দেওয়া, উন্নত মানের বীজ দেওয়া, খাজনা মকুব করা সহ একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের মাধ্যমে কৃষি কাজের কৃষক সহযোগিতা করে চলেছে, তাই কৃষকদের স্বার্থে আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রীয় বিজেপি সরকারের আনা কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *