October 27, 2024

ড: ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে ‘আমাজন রহস্য উন্মোচন’এ পশ্চিম আমাজন গবেষক ড:তাপস পাল

1 min read

ড: ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে ‘আমাজন রহস্য উন্মোচন’এ পশ্চিম আমাজন গবেষক ড:তাপস পাল

তনময় চক্রবর্তী অতিমারীর ফলে ডিজিটাল বিশ্বে মানুষ এখন অভ্যস্ত, ওয়েব-বেস পড়াশোনায় অভ্যস্ত হয়েছে স্কুল -কলেজের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক -অধ্যাপকেরাও | নেট দুনিয়ায় গুগল মিট এর মতো সফটওয়্যারগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষাবিদদের খুব সহজেই এক ছাদের তলায় নিয়ে আসতে পেরেছে | বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুলোতে ছাত্র-ছাত্রী, গবেষকদের ধারাবাহিকতা বজায় রাখতে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল ওয়েবিনার আয়োজিত করছে |

বর্ধমান ইউনিভার্সিটির অধীনে ড: ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ে স্নাতক ও স্নাতকস্তরের ছাত্র-ছাত্রীদের জীবনের একঘেয়েমি কাটাতে ভূগোল বিভাগের থেকে এক ঘন্টার ওয়েব-ইভেন্ট আয়োজন করা হয় 13ই সেপ্টেম্বর বিষয় ছিল ‘পশ্চিম আমাজন রহস্য উন্মোচন’ | এই কলেজের টিচার ইন চার্জ ড: নির্মলা রজক, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা শ্রাবনী বোস, সহকারী অধ্যাপক ড: সুকান্ত দাস ও উপস্থিত সকলের মতে শিক্ষার্থীদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে এই উদ্যোগ সার্থক |রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ড: তাপস পাল ওয়েব বেস লার্নিং ইভেন্টগুলোর প্রয়োজনীয়তা ও এক্সেসেবিলিটি নিয়ে সাক্ষাৎকারে বিস্তর ধারণা দেন | তিনি বলেন, বই আর ক্লাস রুম আর ল্যাবরেটারীতে শিক্ষা সীমাবদ্ধ নয়, ‘ল্যাব টু ল্যান্ড’ না ‘ল্যান্ড টু ল্যাব’ শিক্ষার কতোটা প্রয়োজন স্হিতিশীল শিক্ষার জন্য | তাপস বাবু স্হিতিশীল উন্নয়নের পথানুগামী তাই তিনি স্থিতিশীল চিন্তায় বিশ্বাসী | তার কথায় এ কথা সবসময় স্পষ্ট হয় যে স্থিতিশীল সমাজ ও পরিবেশ গড়তে গেলে যে আমাদের আগে স্থিতিশীল চিন্তার অধিকারী হতে হবে |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *