October 27, 2024

বাংলাদেশের ইলিশ পুজোর আগেই বাজারে

1 min read

বাংলাদেশের ইলিশ পুজোর আগেই বাজারে

দুর্গাপুজোর আগে ভোজনরসিক বাঙালির জন্য সুখবর । বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিতে সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনা সরকার । দুর্গাপুজোর কথা মাথায় রেখে বাংলাদেশ থেকে 1450 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সে দেশের প্রশাসন । এক মাসের মধ্যে বাংলাদেশের ইলিশ ঢুকে যাবে রাজ্যে ।

দাম হতে পারে কমপক্ষে 800 টাকা থেকে 1200 টাকা প্রতি কেজি ।দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যবাসী । তবে কলকাতার ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ এ মাকসুদ বলেন, ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে দেওয়া উচিত বাংলাদেশের ।আগামী সপ্তাহের শুরুতেই পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে প্রথম ধাপে ঢুকতে চলেছে পদ্মার ইলিশ । বাংলায় দুর্গাপুজোর কথা মাথায় রেখে বাংলাদেশের নয়টি রপ্তানিকারী সংস্থাকে মোট 1450 টন ইলিশ রপ্তানি করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে ।2012 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন । সৈয়দ মাকসুদ জানিয়েছেন, “আগামী সোমবার অথবা মঙ্গলবারের মধ্যেই 5-6 টি ট্রাকে করে প্রায় 6 টন ইলিশ রাজ্য়ে ঢুকবে । এক একটি মাছের ওজন 700 থেকে 1200 গ্রামের আশেপাশে থাকবে । পাইকারি বাজারে দাম হবে 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে । “10 অক্টোবরের মধ্যেই পুরো 1450 টন ইলিশ রাজ্যে ঢুকে যাবে বলে জানা গিয়েছে 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *