October 27, 2024

দূষণ কমাতে আরবান ফরেস্ট্রী করার পরিকল্পনা পুরসভার

1 min read

দূষণ কমাতে আরবান ফরেস্ট্রী করার পরিকল্পনা পুরসভার

শহরের দূষণের মাত্রা কমাতে আরবান ফরেস্ট্রী করার পরিকল্পনা নিল পুরসভা। এই পরিকল্পনা শুরু হল রডন স্কোয়ার পার্ক থেকে। আজ এই খানে পরিদর্শনে এসেছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম।

কুড়ি লক্ষ টাকা ব্যয়ে নতুন সাড়ে চার একর জমিতে সুন্দর পার্ক তৈরি হবে বলে জানান তিনি।আমফানের পর শহর জুড়ে বহু প্রাচীন বৃক্ষের উত্খাত হয়েছে। শহর জুড়ে উপরে যাওয়া গাছের সংখ্যা নিতান্ত কম নয়। যা কেটে সরাতে রীতিমত হিমসীম খেতে হয়েছিল পুরসভাকে। এবার তাই শহরের দূষণের মাত্র কমাতে আরবান ফরেস্ট্রী করার পরিকল্পনা নিল পুরসভা। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “এই পার্ক আগামী দিনে এলাকার মানুষের জন্য বিনোদনের জায়গাও হয়ে উঠতে পারে। একটি পুকুর আছে সেটাকে ঘিরে গাছ লাগিয়ে আলো দিয়ে সৌন্দর‌্যযয়ণ করা হবে। এতদিন এই পার্কটি স্থানীয় কাউন্সীলর দেখভাল করতেন। এবার থেকে পুরসভা করবে। এই জমিটি সম্পূর্ণ পুরসভার হল”।প্রসঙ্গত, সবুজ শহরকে প্রায় ধূসরে পরিণত করেছে সুপার সাইক্লোন আমফান। শহর তথা রাজ্য জুড়ে ধ্বংসলীলা চালিয়েছে সে। এই সুপার সাইক্লোনের জেরে শহর জুড়ে প্রায় সাড়ে ১৫ হাজার গাছ পড়ে গেছে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই শহরে সবুজায়ন করতে কলকাতা পুরসভা, পরিবেশ বিভাগ ও বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে বনদফতরের থেকে চারা কেনা হবে। শহরের সবুজ ফিরিয়ে আনার জন্য পুরসভা বনদফতরের সাহায্য চেয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *