October 27, 2024

বৃষ্টি চলবে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী

1 min read

বৃষ্টি চলবে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী

আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের চার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামী তিন-চার দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।দক্ষিণবঙ্গের উপর রয়েছে মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, জামশেদপুরের পর বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। এই দুই সিস্টেমের প্রভাবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। ভারী বৃষ্টির সর্তকতা থাকছে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস। শনি ও রবিবারেও বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাতে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল, শনিবার বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা।

6 thoughts on “বৃষ্টি চলবে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *