October 27, 2024

রাস্তার পাশের গাছগুলিতে পাখি ও বাদুড় ধরার ফাঁদ।ব্যবস্থা নেওয়ার আর্জি পরিবেশ বন্ধু দের

1 min read

রাস্তার পাশের গাছগুলিতে পাখি ও বাদুড় ধরার ফাঁদ।ব্যবস্থা নেওয়ার আর্জি পরিবেশ বন্ধু দের

তুহিন শুভ্র মন্ডল:রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, মানুষ যতদিন অরন্যাচর ছিল প্রকৃতির সাথে সখ্যতা ছিল নিবিড়।ক্রমে যখন যে নগরবাসী হল তখন প্রকৃতির প্রতি মমত্ববোধ সে হারালো।তাই কি প্রকৃতির অন্য সন্তান দের প্রতি মানুষের অবহেলা, অনাদর আক্রমণ?ক’দিন আগেই যখন বালুরঘাট শহরের একটি ঘটনা সাড়া ফেলেছিল- পরিযায়ী পাখিদের ছানা দের আগলে রাখছিলেন দিপালীনগরের উজ্জ্বলারা।তার পরেই যেন আবার উলটপুরাণ ।

 

এই সময় যখন রাস্তাঘাটে লোকজন তুলনামূলক ভাবে কম চলাচল করছে তখনই চোখে এল এক ভয়ংকর ঘটনা।এর আগে এটা দেখা গিয়েছিল বালুরঘাট- কুমারগঞ্জের রাস্তায়।বালুরঘাটের মধ্যে থেকে বিশ্বাস পাড়ার রাস্তা দিয়ে অযোধ্যা গ্রামে যেতে খরাইল এবং তারপর ধর্মতলা পার হয়ে রাস্তার বাঁকে আকাশমণি, ইউক্যালিপটাস,কদম গাছের অঞ্চলে পাখি ও বাদুড় ধরার ফাঁদ।

বিষয়টা দিশারী সংকল্পের নজরে আনেন পরিবেশের বন্ধু অযোধ্যা কে ডি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা নন্দিতা দাস।গতকাল বিদ্যালয় যাওয়ার পথে তিনি প্রথম এটি লক্ষ্য করেন।তারপরেই পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্পের নজরে আনেন বিষয়টি।এই ঘটনা জেনে উদ্বেগ প্রকাশ করেন সদস্য রিক গুহ।ফাঁদ গুলো এমন ভাবে দেওয়া আছে যাতে সন্ধ্যার মুখে কম আলোতে, রাতের অন্ধকারে পাখি ও বাদুড় চলাচলের সময় ভুলবশত যাতে আটকে যায়। এদের মেরে মাংস খাওয়ার জন্যই এইরকম ফাঁদের ব্যবস্থা।গাছের সাথে উঁচু করে বাঁশ লাগিয়ে এই জালের ফাঁদ লাগানো হয়েছে।তারপর দিশারী সংকল্পের পক্ষ থেকে জায়গাটি পরিদর্শন করে বনবিভাগের কাছে ফাঁদ খুলে দিতে ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে।এ প্রসঙ্গে বন দপ্তরের আধিকারিক আব্দুর রজ্জাক জানান ‘ বনবিভাগের পক্ষ থেকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *