October 27, 2024

প্রধানমন্ত্রীর কাছে আবেদন:মালদা- মুর্শিদাবাদের নদী ভাঙনে রাজ্য নদী বাঁচাও কমিটির আবেদন

1 min read

প্রধানমন্ত্রীর কাছে আবেদন:মালদা- মুর্শিদাবাদের নদী ভাঙনে রাজ্য নদী বাঁচাও কমিটির আবেদন

তপন চক্রবর্তী: মালদা ও মুর্শিদাবাদের নদী ভাঙনকে যাতে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা করা হয় সেই দাবীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র শিং শেখাওয়াতের কাছে আবেদন জানালো রাজ্য নদী বাঁচাও কমিটি( সবুজ মঞ্চ)।কেন পাঁচ দশকের গঙ্গার ভয়ংকর ভাঙনকে কেন ‘জাতীয় বিপর্যয়’ ঘোষনা করা হবে না এই মর্মে সরব হলেন রাজ্য নদী বাঁচাও কমিটির কনভেনর তুহিন শুভ্র মন্ডল ও জোতির্ময় সরস্বতী।

প্রধানমন্ত্রী ও জলশক্তি মন্ত্রীকে পাঠানো ইমেলে তথ্য, পরিসংখ্যান ও মালদা এবং বিস্তৃত নদীভাঙনের দীর্ঘ ঘটনা, মানুষের সীমাহীন উল্লেখ করে বলা হয় যে গঙ্গা যদি জাতীয় নদী হয় তাহলে এই ভাঙন অবশ্য জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা হওয়া উচিত।মালদার মানিকচক, কালিয়াচক, রতুয়া বিভিন্ন ব্লক ও মুর্শিদাবাদের ধূলিয়ান, ভগবানগোলা, সামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন থেকে নদীভাঙনের কবলে।দুই জেলার একাধিক গ্রাম,পঞ্চায়েত,প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,উর্বর জমি,মানুষের ঘর- বাড়ি সব চলে গিয়েছে নদী গর্ভে।নদী ভাঙন মোকাবিলায় লক্ষ্য করা গিয়েছে অস্থায়ী ব্যবস্থা।

ভাটিভার, বোল্ডার, ড্রিপটিজ এই ব্যবস্থাপনা গুলো কেন সমস্যা হলে নেওয়া হয়।কেন নেওয়া হবে না স্থায়ী ব্যবস্থা- এই মর্মেও দৃষ্টি আকর্ষণ করা হয়।রাজ্য নদী বাঁচাও কমিটির যুগ্ম আহ্বায়ক তুহিন শুভ্র মন্ডল ও জোতির্ময় সরস্বতী জানান, কেন এতদিনেও মালদা- মুর্শিদাবাদের নদী ভাঙনকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা করা হল না সেটাই আশ্চর্যের।অবিলম্বে এটা ঘোষনা করা হোক।যতদিন না পর্যন্ত এই ভয়াবহ ভাঙ্গনকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা করা হচ্ছে ততদিন আমরা দরবার করে যাবো, লড়াই করবো।রাজ্য নদী বাঁচাও কমিটি আশাবাদী যে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *