October 27, 2024

ভেজাল তেলের ধৃত গাড়ীর চালক ও খালাশীদের মুক্তির দাবিতে মিনি ট্রাক মালিক ও চালক সংগঠনের পথ অবরোধ ও বিক্ষোভ

1 min read

ভেজাল তেলের ধৃত গাড়ীর চালক ও খালাশীদের মুক্তির দাবিতে মিনি ট্রাক মালিক ও চালক সংগঠনের পথ অবরোধ ও বিক্ষোভ

তপন চক্রবর্তী,২,সেপ্টেম্বর:বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মঙ্গলবার ভেজাল সর্ষের তেল সন্দেহে ট্রাকের চালক ও খালাষীদের গ্রেপ্তার করার প্রতিবাদে মিনি ট্রাক মালিক ও চালক সংগঠনের সম্পাদক সঞ্জয় মজুমদারের নেতৃত্বে প্রতীকী পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জ সুকান্ত মোড়ের সিনেমা হলের পাশে রাজ্য সড়কের উপর বিক্ষোভে সম্পাদক সঞ্জয় মজুমদার বলেন যারা ভেজাল মিলের মালিক ও কর্মী পুলিশ তাদের গ্রেপ্তার না করে ছাপোষা গাড়ির চালক ও খালাশীকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে।

অবিলম্বে তাদের সংগঠনের ৬সদস্যদের মুক্তি দিতে হবে বলে বিক্ষোভ প্রদর্শন করে।পুলিশ এসে রাজ্য সড়ক থেকে অবরোধ।ও বিক্ষোভ সরিয়ে দেয় বলে জানা যায়।সংগঠনের সম্পাদক সঞ্জয় মজুমদার বলেন গাড়ির চালক বা খালাশী নিশ্চয় ভগবান নয় যে তাদের গাড়িতে যে সমস্ত তেল যাবে সেগুলো ভেজাল না নির্ভেজাল।তারা মালের পাকা চালান নিয়ে গাড়িতে মাল তুলে তা বহন করে মাত্র।সেক্ষেত্রে তাদের দোষ না থেকেও তারা গ্রেপ্তার হলেন অথচ যারা ভেজাল কর্মের সাথে যুক্ত তাদের পুলিশ এখনো খুঁজে পাচ্ছেন না।জানা যায় বুধবার ধৃত ৬জনকে রায়গঞ্জ আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *