October 26, 2024

উত্তর দিনাজপুর জেলার প্রথম চোপড়া ব্লকের গঠিত হলো বঙ্গজননী

1 min read

উত্তর দিনাজপুর জেলার প্রথম চোপড়া ব্লকের গঠিত হলো বঙ্গজননী

উত্তর দিনাজপুর জেলার প্রথম চোপড়া ব্লকের গঠিত হলো বঙ্গজননী। চোপড়া ব্লকের ভোষ ভিটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল বাংলার যুব শক্তি। আজকের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী গোলাম রব্বানী চকরা বিধানসভার বিধায়ক হামিদুর রহমান সাইদুর রহমান জাহিদ মাইনে ব্লক সভাপতি সহ বিভিন্ন নেতা ও কর্মীরা।

আজ এই কর্মসূচিতে অনেক যুবক-যুবতী তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। গোলাম রব্বানী পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তর এর প্রতিমন্ত্রী জানান আজ উত্তর দিনাজপুর জেলায় প্রথম বঙ্গ জননী নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে তার জন্য চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন এই বঙ্গ জননী যদি প্রতি বুথ ওয়াইজ না হয় তবে অঞ্চল যেন এই বঙ্গ জননী সংগঠনকে মজবুত করা হয়। তিনি আরো বলেন আজকে হামিদুর রহমানের নেতৃত্বে অনেক যুবক-যুবতী যোগদান করেছেন । আগামী দিনে হামিদুর রহমান আরো বেশি ভোটের ব্যবধানে জিতে আসবেন তার এই আশা । সাইদুর রহমান জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি বলেন একদিকে পুরুষদের জন্য জয় হিন্দ বাহিনী অন্যদিকে মহিলাদের জন্য বঙ্গজননী তৈরি করেছেন দিদি যেমন জয় হিন্দ বাহিনীর একটি ড্রেস আছে বঙ্গজননীর একটি ড্রেস থাকবে আজ অঞ্চল কমিটি গঠন হয়েছে অঞ্চল সভাপতি হয়েছেন প্রিয়াঙ্কা শুভ্র আগামী দিনে ব্লক সভাপতি ও গঠন করা হবে।। তিনি বলেন জাতপাতের কোন রাজনীতি হয় না বিজেপি জাতপাতের রাজনীতি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *