October 25, 2024

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শোক

1 min read

প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শোক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের শুরু থেকে তিনি সব সময়ই বাংলাদেশের মঙ্গলকামনায়, শান্তি, ও উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য এদেশের মানুষের হৃদয়ে তিনি বিশেষ স্থান করে নিয়েছিলেন।ড. মোমেন উল্লেখ করেন, প্রণব মুখার্জি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতি মন্ত্রী থাকাকালে তার সুযোগ হয়েছিল তাঁর সংস্পর্শে আসার ।

ঐসময়ে তিনি ঢাকা শহরে আসলে তাঁকে নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে যাওয়ারও সুযোগ হয় তার। তিনি বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে।তখন আমি স্বস্ত্রীক তাঁর সরকারি বাসভবনে গিয়ে তাকে সম্মাম জানাই প্রথমতঃ”ভারত রত্ন” সম্মানে ভূষিত হওয়ার জন্যে এবং দ্বিতীয়তঃ তাকে ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী’ অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য মাননীয় প্রধানমনত্রীর পক্ষ থেকে বাংলাদেশ সফরে আসার অনুরোধ করলে তিনি তা সঙ্গে সঙ্গে গ্রহণ করেন।”ড.মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *