October 26, 2024

কাটমানি খাচ্ছে তৃণমূল কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে জানালো বিজেপি।

1 min read

কাটমানি খাচ্ছে তৃণমূল কালিয়াগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে জানালো বিজেপি।

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২৮,আগস্ট:রাজ্য সরকার ও সরকারী আমলাদের একগুঁয়ে মনোভাবের কারনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।একদিকে পুলিশ ও অন্যদিকে সমষ্টি উন্নয়ন অধিকারীকের মাধ্যমে তৃণমূলীরাজ কায়েম করেছে।বিজেপির নির্বাচিত প্রাধান মেম্বারদের অন্ধকারে রেখে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারীক ব্লকের দপ্তর চালাচ্ছে।এর প্রতিবাদে ৬ দফা দাবিকে স্যমনে রেখে শুক্রবার বেলা দেড়টায় কালিয়াগঞ্জ রেল স্টেশনের সামনে থেকে একটি বিশাল মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের চত্বরে এসে অবস্থান বিক্ষোভ শুরু করে।

বিজেপির ৬ দফা দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের দেওয়া ডিজিটাল কার্ড দিতে হয়রানি করা এবং রাজ্য সরকারের আর কে এস(১) কার্ড নিতে বাধ্য করা বন্ধ করে প্ৰকৃত প্রাপকদের কেন্দ্রীয় সরকারের ডিজিটাল কার্ড দিতে হবে,পি এম এ ওয়াই প্রকল্পে যে তালিকা গ্রাম পঞ্চায়েতে এসেছে তা পঞ্চায়েতের মাধ্যমেই আঁধার আপলোড করতে হবে,এ ক্ষেত্রে দলবাজি বন্ধ করতে হবে,পিএমএওয়াই সার্ভেতে প্ৰকৃত অসহায়

মানুষদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।অবিলম্বে তদন্ত সাপেক্ষে প্ৰকৃত অসহায় মানুষদের নাম অন্তর্ভুক্ত করতে হবে,যাতে তারা প্রধান মন্ত্রী যোজনার ঘর পেতে পারে,পিএমএওয়াই এর আধার কার্ড আপলোডের সময় তৃণমূল দলের মেম্বার ও স্থানীয় তৃণমূল নেতারা কাট মানি নিচ্ছে তা বন্ধ করতে হবে।এছাড়াও বিজেপির কার্য কর্তাদের উপর থেকে মিথ্যা মামলা দেওয়া বন্ধ ও প্রত্যাহার করতে হবে,তফসিলি বন্ধু ও জয় জহার প্রকল্পে যারা ভাতা পাবার জন্য আবেদন করেছে তাদের অবিলম্বে ভাতা দেবার ব্যবস্থা করতে হবে।

কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক।পরিমল দাস ডেপুটেশনকারীদের বক্তব্য শোনার পর তা গ্রহণ করে বলেন তিনি তাদের স্মারক লিপি উর্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবেন বলে জানান।ব্লক চত্বরে উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন কালিয়াগঞ্জ ব্লক ও পঞ্চায়েত সমিতির অফিসকে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত করেছে।বিশ্বজিৎ লাহিড়ী বলেন এই সরকারি দপ্তরে বসে তৃণমূলের আঙ্গুলিহেলনে সমস্ত অগণতান্ত্রিক কাজ করে চলেছে।অবিলম্বে তা বন্ধ না করা হলে বিজেপি তার ব্যবস্থা নিতে পিছপা হবেনা বলে জানান।বিজেপির এই অবস্থান বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য কমল সরকার, বিজেপি নেতা অমিত সাহা, বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,তারিণী কান্ত রায়,মহিলা নেত্রী দোলা মোদক,পম্পা দেব চৌধরী,গৌতম বিশ্বাস,জগন্নাথ ভট্টাচার্য,মোহিত বরণ কুন্ডু সহ অনেকেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *