October 26, 2024

পিপল’স বায়োডাইভার্সিটি রেজিস্টার (PBR) গঠন হল রায়গঞ্জ মিউনিসিপালিটিতে : মেম্বার হলেন পরিবেশবিদ ড: তাপস পাল

1 min read

পিপল’স বায়োডাইভার্সিটি রেজিস্টার (PBR)
গঠন হল রায়গঞ্জ মিউনিসিপালিটিতে : মেম্বার হলেন পরিবেশবিদ ড: তাপস পাল

তন্ময় চক্রবর্তী রায়গঞ্জকে নির্মল শহর হিসেবে গড়ে তুলতে প্রথম থেকেই বিভিন্ন পদক্ষেপ নিয়েই চলেছে রায়গঞ্জ মিউনিসিপালিটি | রায়গঞ্জ শহরে খুব শীঘ্রই তৈরী হচ্ছে নিজস্ব পিপল’স বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR | এই পদক্ষেপ রায়গঞ্জের জীববৈচিত্র্য এবং ঐতিহ্য সংরক্ষণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।রায়গঞ্জ মিউনিসিপালিটির বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি 26শে আগস্ট 2020 ‘পিপল’স বায়োডাইভার্সিটি রেজিস্টার’ তৈরী করার সিদ্ধান্ত নেয় |

পৌরপিতা সন্দীপ বিশ্বাস, উপ-পৌরপিতা অরিন্দম সরকার, কাউন্সিলার নয়ন দাস, সেলফ হেল্প গ্রুপের সাধন বাবু, সুদেব বাবু, বালুরঘাট থেকে এসেছিলেন ইন্সট্রাক্টর তমাল মণ্ডল, মুক্তির কান্ডারি স্বেচ্ছাসেবী সংস্থার কৌশিক চক্রবর্তী, পরিবেশবিদ অধ্যাপক ড: তাপস পাল |পৌরপিতা সন্দীপ বিশ্বাস PBR -এর উদ্দেশ্য হিসেবে জানান শহরের সমস্ত জীববৈচিত্র্যের নিবন্ধন ভবিষ্যতে সহায়তা করবে কারণ এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। প্রথমত, এই রেজিস্ট্রেশনের জন্য অনেক গাছ ও প্রাণী সংরক্ষণ করতে সুবিধা হবে | দ্বিতীয়ত, এই রেজিস্টারটি প্রস্তুত করার পরে, যদি কোনও সংস্থা কোনও অঞ্চলের ঐতিহ্যগত জ্ঞান ব্যবহার করে কিছু করার জন্য কিছু সংস্থান গ্রহণ করে, তবে সংস্থাটি যে লাভ করছে তার মধ্যে রায়গঞ্জবাসীরা অংশ নেবে |

বিশেষ মেম্বার হিসেবে মতামত নেওয়া হয় পরিবেশবিদ ড: তাপস পাল বাবুর | তাপসবাবু কর্মজীবনের প্রতি মুহূর্তেই পরিবেশ ও প্রকৃতি নিয়ে কাজ করেই চলেছেন | ড: পাল আমাদের সাথে সাক্ষাৎকারে জানান, 2002 সালে প্রথম PBR নিয়ে আলোচনা হয় এবং 2004 সালের এই আইন পাশ যে প্রতিটি ব্লক লেভেলে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি থাকবে যারা পরে PBR তৈরী করবে | পৌর এলাকার সমস্ত পুকুর, জমি, এগ্রিকালচারাল ল্যান্ডের ল্যান্ড ইউস ম্যাপ তৈরী করতেই হবে | রায়গঞ্জ শহর ধীরে ধীরে আরও শহরতলিতে পরিণত হচ্ছে | সেই সাথে গ্রীন সিটি হিসেবে রায়গঞ্জকে তুলে ধরতে রায়গঞ্জ মিউনিসিপালিটির এই পদক্ষেপকে কুর্নিশ জানাই | রায়গঞ্জ শহরের জীববৈচিত্রর ওপর ডকুমেন্টেশন তৈরী করতে পারে যা স্থিতিশীল উন্নয়নের অ্যাডভান্স লাইফ অন ল্যান্ড উদ্দেশ্যকে পূরণ হতে অনেকটাই সাহায্য করবে | উপ-পৌরপিতা অরিন্দম সরকার বলেন রায়গঞ্জ-এ কুলীক পক্ষীনিবাস রয়েছে যা এমনিতেই এশিয়া বিখ্যাত | এই নাম চিরতরে বজায় রাখতে শহর সহ শহরের পার্শবর্তী এলাকা গুলোতেও বায়োডাইভার্সিটি কনসারভেশন খুব জরুরি | রায়গঞ্জ মিউনিসিপালিটি তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব পিপল’স বায়োডাইভার্সিটি রেজিস্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *